১৯ বছর পর মিঠাপুকুর ছাত্রলীগের কমিটি

- Update Time : ০৯:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৯২ Time View
স্থানীয় আওয়ামী লীগের দলীয় কোন্দলকে পাস কাটিয়ে দীর্ঘ ১৯ বছর পর বহুল কাঙ্ক্ষিত রংপুরের মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপল স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
তিন মাস মেয়াদি এই কমিটিতে আব্দুল্লাহ আবু সাঈদকে আহ্বায়ক এবং আশিক মাহমুদ, গোলাম মোস্তফা, মিল্লাত মন্ডল,সোয়েব হোসাইন সাগর,জাহিদ হাসান ও ফুয়াদ হাসানকে যুগ্ম আহ্বায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপল বলেন, দীর্ঘ ১৯ বছর পর একটি বৃহত্তম ইউনিটে সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত।মিঠাপুকুরের ছাত্ররাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ চর্চায় স্থবিরতা বিরাজ করেছিল।
যেহেতু একটি সাংগঠনিক কাঠামো তৈরি হলো সেই ক্ষেত্রে আমরা প্রত্যাশা করি এই নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়