১৩ বছরেও ফেরেনি ইবির দুই শিক্ষার্থী

- Update Time : ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪৩ Time View
২০১২ সালে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের আজও কোনো খোঁজ মেলেনি। তাদের সন্ধানের দাবিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “শুরু থেকে এখন পর্যন্ত আমরা আমাদের ভাইদের ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও আমরা আমাদের ভাইদের ফিরে পাইনি।”
শিক্ষার্থীরা আরো বলেন, “ব্যারিস্টার আরমান ফিরেছে। আমাদের ভাইদের সন্ধান দিন। যদি তারা জীবিত না থাকেন, তাহলে অন্তত তাদের লাশের সন্ধান দিন। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের ভাইদের সন্ধান চাই।”
উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর বাসে করে ক্যাম্পাসে যাচ্ছিলেন ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস। পথে আশুলিয়ার নবীনগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কিছু ব্যক্তি তাদের গ্রেফতার করে। তবে পুলিশ তাদের গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে। ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গুম করা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।