১০ দিনে নতুন চুল! টাক নিয়ে সুখবর দিলেন গবেষকরা
- Update Time : ০৯:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৯০ Time View
যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন মেডিসিনের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, একটি বিশেষ মাইক্রোআরএনএ অণু (miR-205) চুলের ফলিকল স্টেম সেলকে পুনরায় সক্রিয় করে দ্রুত চুল গজাতে সহায়তা করতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের ফলিকল স্টেম সেলগুলো শক্ত হয়ে যায়, ফলে নতুন চুল গজানোর ক্ষমতা হারায়। কিন্তু miR-205 অণু সেই সেলগুলোকে আবার নরম ও নমনীয় করে তোলে, যা তাদের পুনরায় চুল উৎপাদনে সক্রিয় করে। চুল পড়া বা টাক সমস্যা দূর করতে এটিকে যুগান্তকারী এক সাফল্য হিসেবে দাবি করেছেন গবেষকরা।
গবেষক দলটি পরীক্ষামূলকভাবে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইঁদুরের উপর এই পদ্ধতি প্রয়োগ করেন। ফলাফল ছিল বিস্ময়কর—মাত্র ১০ দিনের মধ্যে তরুণ ও বয়স্ক উভয় ইঁদুরের শরীরে নতুন চুল গজাতে শুরু করে। এই প্রক্রিয়ায় নতুন স্টেম সেল তৈরি করা হয়নি; বরং বিদ্যমান সেলগুলোকে পুনরায় সক্রিয় করা হয়েছে।
গবেষকরা অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি দিয়ে সেলগুলোর দৃঢ়তা মাপেন এবং টু-ফোটন মাইক্রোস্কোপি ব্যবহার করে জীবন্ত কোষের আচরণ পর্যবেক্ষণ করেন, যা তাদের আবিষ্কারকে নিশ্চিত করে। পরবর্তী ধাপে গবেষকরা miR-205 অণু ন্যানোপার্টিকেল প্রযুক্তির মাধ্যমে ত্বকে প্রয়োগের পরীক্ষা চালাবেন। যদি এই পরীক্ষায় সফলতা আসে, তবে মানুষের উপর এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়












































































































































































































