হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার
- Update Time : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ১৩ Time View
হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এমন একটি ফিচার, যেখানে সহজেই নিজের মুড, ভাবনা বা গুরুত্বপূর্ণ বার্তা অন্যদের জানানো যাবে—ঠিক ইনস্টাগ্রাম নোটের মতো। ব্যস্ত সময়ে বা আলাদা করে মেসেজ না পাঠিয়েও এখন সবাই আপনার অবস্থা বুঝে নিতে পারবে।
মার্ক জাকারবার্গের হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার যোগ করে ব্যবহারকারীদের সুবিধা বাড়ায়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘About’ সেকশনের বড় পরিবর্তন। আগে যেখানে শুধু ছোট একটি স্ট্যাটাস লিখে রাখা যেত, এবার সেটি আরও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকের নোট ফিচারের মতোই এখন হোয়াটসঅ্যাপেও আপনার মুড, চিন্তা, গানের লাইন বা ছোট বার্তা শেয়ার করতে পারবেন। নতুন ‘About’ নোট প্রোফাইল ছবির উপরের ছোট বাবলের মধ্যেই দেখা যাবে। কেউ চ্যাট খুললেই সেটি তার চোখে পড়বে। চাইলে আপনার নোটে রিপ্লাইও দিতে পারবে।
অনেক সময় ব্যস্ততার কারণে বার্তা দেখার সুযোগ হয় না। তখন একটি ছোট নোটে যদি লেখা থাকে ‘ব্যস্ত আছি’ বা ‘মিটিংয়ে আছি’, তাহলে অন্যরা সহজেই বুঝে যাবে। এ ছাড়া নিজের অনুভূতি বা ভাবনা-চিন্তাও খুব সহজে শেয়ার করা যাবে ‘About’ নোটে।
কীভাবে ব্যবহার করবেন নতুন About নোট
– হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
– প্রোফাইল ছবিতে ক্লিক করুন, About সেকশনটি খুলবে।
– যেটি শেয়ার করতে চান, সেটি সেখানে লিখুন।
– কারা এটি দেখতে পাবে এবং কতক্ষণ দৃশ্যমান থাকবে, তা সিলেক্ট করুন।
ব্যস! আপনার কাজ শেষ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়









































































































































































































