হোয়াইট হাউস চত্বরে গুলি, সংকটাপন্ন ন্যাশনাল গার্ডের ২ সদস্য
- Update Time : ০৫:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২৯ Time View
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘সন্ত্রাসী কাজ’ হিসেবে আখ্যা দিয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে ওয়াশিংটনের ১৭তম ও ১ নম্বর রাস্তার কোণে গুলি ছোড়ে এক হামলাকারী। ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্য সেখানে নিয়মিত ‘হাই-ভিজিবিলিটি পেট্রল’ পরিচালনা করছিলেন।
হামলাকারীও পাল্টা গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই আটক হন। এফবিআই এবং স্থানীয় পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে।
ঘটনার সময় ট্রাম্প তার ফ্লোরিডার রিজোর্টে ছিলেন। এ ঘটনার পর আগে ধারণ করা এক ভিডিও বিবৃতিতে ট্রাম্প ঘটনাটিকে ‘খারাপ কাজ, ঘৃণার ও সন্ত্রাসী কাজ’ বলে জানান। তিনি অভিযোগ করেন, ২০২১ সালের সেপ্টেম্বরে সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে এনেছিল বাইডেন প্রশাসন।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত, সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি। তিনি পৃথিবীর এক জঘন্য জায়গা আফগানিস্তান থেকে আমাদের দেশে এসেছিলেন।’
এদিকে, এই ঘটনার পর ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) আফগান নাগরিকদের সব অভিবাসন অনুরোধ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এক্সে দেওয়া তাদের বিবৃতিতে বলা হয়, দেশের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। ট্রাম্পও বাইডেন আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আফগানদের পুনঃযাচাইয়ের আহ্বান জানিয়েছেন।
মেট্রোপলিটন পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারল ঘটনাটিকে একটি ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানান, দুই আহত সেনার অবস্থা অত্যন্ত গুরুতর। কর্মকর্তারা বলছেন, হামলাকারী একাই গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিচয় গোপন রাখার শর্তে ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম রহমানুল্লাহ লাকানওয়াল (২৯)। আফগানিস্তানের এই নাগরিক ২০২১ সালে বাইডেন আমলের শরণার্থী পুনর্বাসন কর্মসূচি ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’-এর অধীনে যুক্তরাষ্ট্রে আসেন।
ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে আসার পর ২০২৪ সালের ডিসেম্বরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং চলতি বছরের এপ্রিলে ট্রাম্প প্রশাসনের সময় তা অনুমোদন পান। তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না।
ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আগে থেকেই প্রায় ২ হাজার ২০০ গার্ড সদস্য শহরে দায়িত্ব পালন করছেন।
মেয়র ম্যুরিয়েল বাউজার বলেন, এটি স্পষ্টতই একটি পরিকল্পিত হামলা। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে লেখা পোস্টে দাবি করেছেন, এই হামলা প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি যৌক্তিক ছিল এবং যাদের দেশে থাকার অধিকার নেই, তাদের বহিষ্কারে প্রচেষ্টা বাড়াতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































