ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হিরো আলমের বিরুদ্ধে মামলা করবেন রিয়া চৌধুরী

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৯:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ২৭৬ Time View

হিরো আলম ও রিয়া চৌধুরী। ফাইল ছবি

হিরো আলম ও তার কথিত গার্লফ্রেন্ড রিয়া মনির নামে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন রিয়া চৌধুরী।
তিনি বলেন, আমার প্রধান কারণ ছিল ভিডিওটি বন্ধ করা। আমি সিদ্ধান্ত নিয়েছি মামলা করবো। হিরো আলম ও তার কথিত গার্লফ্রেন্ড রিয়া মনির নামেই মামলা করবো। আমি কোর্টে মামলাটি করবো।

রোববার দুপুরে ডিবি কার্যালয়ে হিরো আলম ও ‘হিরো আলম বগুড়া’ পেজের বিরুদ্ধে জিডি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রিয়া চৌধুরী।

ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিয়া চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে বাজে মন্তব্যের ভিডিওটি বন্ধ করা হয়েছে। আমি এখানে থাকতেই হিরো আলমকে ফোন দেয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ভিডিওটি বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, ৭ জুন ভিডিওটি পোস্ট করেছে, আমি কিন্তু কিছুই করিনি। আমি ৯ জুন জানতে পারি। ওরা নির্বাচনে দাঁড়াচ্ছে, আমি কিন্তু না। এসময়ে তারা কেন কাজটি করল। ওদের মাথায় থাকা উচিত ছিল। একটা মানুষের জন্য আমাকে এত নিচে নামতে হবে না।

রিয়া চৌধুরী বলেন, মামলা ছাড়া এটা শেষ করার চেষ্টাও করেছি। এখন হিরো আলম যেসব স্টেটমেন্ট দিচ্ছে যে, তার নাম তো উল্লেখ করা হয়নি। এগুলো সমাধানের কথাবার্তা না। আমার মনে হয় না ওরাও রেডি আছে। ওরা যদি ফাইট চায়, আমাকেও ফাইটে নামতে হবে।

শুক্রবার গালিগালাজ করার অভিযোগে ‘হিরো আলম বগুড়া’ পেজের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় রিয়া চৌধুরী জিডি করেন। জিডি নম্বর ৬৪৪।

জিডিতে রিয়া চৌধুরী অভিযোগ করেন, গত ৭ জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেজ ‘হিরো আলম বগুড়া’ থেকে হিরো আলমের সহযোগী রিয়া মনি (২৭) নামের এক মেয়ে তাকে অশ্লীল গালিগালাজ করেন। এতে হিরো আলমের ইন্ধন রয়েছে। যার কারণে সামাজিকভাবে তার মানহানি ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকার কারণে আপাতত সাধারণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে মামলার জন্য আবেদন করা হবে।

এ দিকে থানায় সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, আমার পেইজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয় নি। কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করার হয়েছে। আর পেইজ তো আমি চালাই না পেজের এডমিনরা চালায়। ‌ সে প্রমাণ দিক যে আমি তাকে গালিগালাজ করেছি। আর এছাড়া জিডি কোন ফ্যাক্টর নাকি।

Please Share This Post in Your Social Media

হিরো আলমের বিরুদ্ধে মামলা করবেন রিয়া চৌধুরী

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৯:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

হিরো আলম ও তার কথিত গার্লফ্রেন্ড রিয়া মনির নামে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন রিয়া চৌধুরী।
তিনি বলেন, আমার প্রধান কারণ ছিল ভিডিওটি বন্ধ করা। আমি সিদ্ধান্ত নিয়েছি মামলা করবো। হিরো আলম ও তার কথিত গার্লফ্রেন্ড রিয়া মনির নামেই মামলা করবো। আমি কোর্টে মামলাটি করবো।

রোববার দুপুরে ডিবি কার্যালয়ে হিরো আলম ও ‘হিরো আলম বগুড়া’ পেজের বিরুদ্ধে জিডি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রিয়া চৌধুরী।

ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিয়া চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে বাজে মন্তব্যের ভিডিওটি বন্ধ করা হয়েছে। আমি এখানে থাকতেই হিরো আলমকে ফোন দেয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ভিডিওটি বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, ৭ জুন ভিডিওটি পোস্ট করেছে, আমি কিন্তু কিছুই করিনি। আমি ৯ জুন জানতে পারি। ওরা নির্বাচনে দাঁড়াচ্ছে, আমি কিন্তু না। এসময়ে তারা কেন কাজটি করল। ওদের মাথায় থাকা উচিত ছিল। একটা মানুষের জন্য আমাকে এত নিচে নামতে হবে না।

রিয়া চৌধুরী বলেন, মামলা ছাড়া এটা শেষ করার চেষ্টাও করেছি। এখন হিরো আলম যেসব স্টেটমেন্ট দিচ্ছে যে, তার নাম তো উল্লেখ করা হয়নি। এগুলো সমাধানের কথাবার্তা না। আমার মনে হয় না ওরাও রেডি আছে। ওরা যদি ফাইট চায়, আমাকেও ফাইটে নামতে হবে।

শুক্রবার গালিগালাজ করার অভিযোগে ‘হিরো আলম বগুড়া’ পেজের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় রিয়া চৌধুরী জিডি করেন। জিডি নম্বর ৬৪৪।

জিডিতে রিয়া চৌধুরী অভিযোগ করেন, গত ৭ জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেজ ‘হিরো আলম বগুড়া’ থেকে হিরো আলমের সহযোগী রিয়া মনি (২৭) নামের এক মেয়ে তাকে অশ্লীল গালিগালাজ করেন। এতে হিরো আলমের ইন্ধন রয়েছে। যার কারণে সামাজিকভাবে তার মানহানি ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকার কারণে আপাতত সাধারণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে মামলার জন্য আবেদন করা হবে।

এ দিকে থানায় সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, আমার পেইজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয় নি। কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করার হয়েছে। আর পেইজ তো আমি চালাই না পেজের এডমিনরা চালায়। ‌ সে প্রমাণ দিক যে আমি তাকে গালিগালাজ করেছি। আর এছাড়া জিডি কোন ফ্যাক্টর নাকি।