ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই : গোলাম পরওয়ার

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১২:৫৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪৯১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।’

কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে পারে না, তারাই রাজাকার নামক অপপ্রচারে লিপ্ত হয়েছে। নতুন প্রজন্ম এসব বিভ্রান্তিমূলক অপপ্রচার বিশ্বাস করে না।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুন্সী মিজানুর রহমান।
এ সময় গোলাম পরওয়ার বলেন, ‘দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন, তাদেরকে কেউ হুমকি দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই ছাড় দেবে না। দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই হিন্দু-মুসলিম সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো বিভেদ থাকবে না। সব মত ও ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকারের সঙ্গে বসবাস করবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক দেব প্রসাদ মন্ডল, উপজেলা আমীর মোক্তার হোসাইন, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম মন্ডলসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই : গোলাম পরওয়ার

রাজনীতি ডেস্ক
Update Time : ১২:৫৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।’

কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে পারে না, তারাই রাজাকার নামক অপপ্রচারে লিপ্ত হয়েছে। নতুন প্রজন্ম এসব বিভ্রান্তিমূলক অপপ্রচার বিশ্বাস করে না।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুন্সী মিজানুর রহমান।
এ সময় গোলাম পরওয়ার বলেন, ‘দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন, তাদেরকে কেউ হুমকি দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই ছাড় দেবে না। দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই হিন্দু-মুসলিম সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো বিভেদ থাকবে না। সব মত ও ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকারের সঙ্গে বসবাস করবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক দেব প্রসাদ মন্ডল, উপজেলা আমীর মোক্তার হোসাইন, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম মন্ডলসহ প্রমুখ।