‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’ স্লোগানে উত্তাল ইবি
- Update Time : ১২:১৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ২৫ Time View
চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার ঘটনায় ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এ দাবি জানান। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রধান ফটক ঘুরে পাশের শেখপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘উগ্রবাদের ঠাঁই নেই’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’।
সমাবেশে বক্তারা বলেন, “ইসকন প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করেছে। এটি স্পষ্টত সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই ইসকনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে।”
শিক্ষার্থীরা আরও জানান, উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একইসঙ্গে, ইসকনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।