ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা-কাদেরসহ সাড়ে ৫শ জনের বিরুদ্ধে চার্জশিট

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ২৫ Time View

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে তিন ছাত্র-জনতা নিহতের মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ দলটির ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা ৩টি হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছেন। তবে এখনো ম্যাজিস্ট্রেট সেটি রিসিভ করেননি। আসামিদের জামিন আবেদন শুনানির জন্য চার্জশিট জজ আদালতে রয়েছে।

চার্জশিটে অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, যুবলীগ নেতা আবু মুছা রয়েছেন।

প্রসঙ্গত, সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় ২২ আগস্ট রাতে সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে এজাহারনামীয় ১৫০ ও নিহত মো. সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জনের নাম উল্লেখ করে এবং নিহত আবদুল লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের নাম উল্লেখ করে পৃথক ৩টি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। এসব মামলার প্রতিটিতে সাবেক দুই এমপি হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।

মামলাগুলোর বিবরণে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছাত্র-জনতার একটি মিছিল পৌর শহরের এস এস সড়ক দিয়ে শহরের ভেতর দিকে আসে। তখন আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ ও হামলা চালান। এ সময় রঞ্জু মিয়া, আবদুল লতিফ ও মো. সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত করে রঞ্জু হত্যায় ১৯৫ সুমন হত্যায় ১৭৬ ও লতিফ হত্যায় ১৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, মামলা তিনটির তদন্ত শেষে গত বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে আমার জানা মতে এখন পর্যন্ত চার্জশিট সিন করেননি বিচারক।

Please Share This Post in Your Social Media

হাসিনা-কাদেরসহ সাড়ে ৫শ জনের বিরুদ্ধে চার্জশিট

সিরাজগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৭:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে তিন ছাত্র-জনতা নিহতের মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ দলটির ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা ৩টি হত্যা মামলায় চার্জশিট জমা দিয়েছেন। তবে এখনো ম্যাজিস্ট্রেট সেটি রিসিভ করেননি। আসামিদের জামিন আবেদন শুনানির জন্য চার্জশিট জজ আদালতে রয়েছে।

চার্জশিটে অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, যুবলীগ নেতা আবু মুছা রয়েছেন।

প্রসঙ্গত, সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় ২২ আগস্ট রাতে সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে এজাহারনামীয় ১৫০ ও নিহত মো. সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জনের নাম উল্লেখ করে এবং নিহত আবদুল লতিফের বোন সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের নাম উল্লেখ করে পৃথক ৩টি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। এসব মামলার প্রতিটিতে সাবেক দুই এমপি হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।

মামলাগুলোর বিবরণে উল্লেখ করা হয়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছাত্র-জনতার একটি মিছিল পৌর শহরের এস এস সড়ক দিয়ে শহরের ভেতর দিকে আসে। তখন আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ ও হামলা চালান। এ সময় রঞ্জু মিয়া, আবদুল লতিফ ও মো. সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত করে রঞ্জু হত্যায় ১৯৫ সুমন হত্যায় ১৭৬ ও লতিফ হত্যায় ১৭৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, মামলা তিনটির তদন্ত শেষে গত বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে আমার জানা মতে এখন পর্যন্ত চার্জশিট সিন করেননি বিচারক।