হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সঠিক কাজ করেনি: সালাউদ্দিন টুকু
- Update Time : ০৮:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ১৯ Time View
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে আশ্রয় প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “ভারত এক দেশের পতিত স্বৈরাচার সরকারকে আশ্রয় দিয়ে সঠিক কাজ করেনি।”
তিনি আরও বলেন, “এতে বাংলাদেশের জনগণের হৃদয়ে আঘাত লেগেছে।”
সোমবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিএনপির যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবী দল ভারতের হাইকমিশনারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
টুকু বলেন, “বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা রয়েছেÍএটা হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে।”
তিনি আরও জানান, জনগণ চায় যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক, যাতে নির্বাচিত সরকার জনগণের চাহিদা অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।
তিনি বেগম খালেদা জিয়ার আন্দোলনের কথা স্মরণ করে বলেন, “বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকের সংসদীয় গণতন্ত্র তারই ফল।”
টুকু তার বক্তব্যে বলেন, “খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আর আজকের গণতন্ত্র তার ফসল।”
তিনি বলেন, তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দীর্ঘদিন ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিদায় করেছে।
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ চায়, একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক।”
নবীন বরণ অনুষ্ঠানে শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সাদত বিপলু, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ডা. মো. ফরিদ উজ-জামান খান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর শাখা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়