ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ১০০ Time View

হামলায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন। ছবি- সংগৃহীত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ হামলা হয় বলে জানিয়েছেন দলটির একাধিক নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় একটি মোটরসাইকেল বহরে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত গাড়িটির পিছু নেয় এবং আচমকা আক্রমণ চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাত আব্দুল্লাহ হাতের আঘাতে রক্তাক্ত হন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আহত অবস্থায় ঢাকায় ফিরে আসেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম খবর দেন এনসিপির একাধিক নেতা।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন,“হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, দয়া করে দ্রুত সহায়তা করুন।”

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, “ঢাকার দিকে আসার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত পেছন থেকে গাড়িতে আক্রমণ করে। এতে হাসনাত আহত হন।”

এছাড়া এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদও তার ফেসবুক পোস্টে জানান, “গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।”

ঘটনাটি কেন ঘটেছে, কারা এর পেছনে রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

Please Share This Post in Your Social Media

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুর প্রতিনিধি
Update Time : ১০:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ’র গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ হামলা হয় বলে জানিয়েছেন দলটির একাধিক নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় একটি মোটরসাইকেল বহরে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত গাড়িটির পিছু নেয় এবং আচমকা আক্রমণ চালায়। হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং হাসনাত আব্দুল্লাহ হাতের আঘাতে রক্তাক্ত হন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আহত অবস্থায় ঢাকায় ফিরে আসেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম খবর দেন এনসিপির একাধিক নেতা।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন,“হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, দয়া করে দ্রুত সহায়তা করুন।”

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, “ঢাকার দিকে আসার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত পেছন থেকে গাড়িতে আক্রমণ করে। এতে হাসনাত আহত হন।”

এছাড়া এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদও তার ফেসবুক পোস্টে জানান, “গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।”

ঘটনাটি কেন ঘটেছে, কারা এর পেছনে রয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।