হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার

- Update Time : ১০:৩০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫৭ Time View
হাইসিকিউরিটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গত ৬ আগস্ট পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডার (৩৭) কে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করছে র্যাব।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার, মোহাম্মদ ফয়জুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত এমদাদুল হক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামি। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৬ আগস্ট জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে রেখেছিল।
জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ২০১৩ সালের ১৭ জুলাই সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার একটি বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত কর্তৃক আসামি গন্ডারকে মৃত্যুদন্ড রায় প্রদান করেন। তার নামে হত্যা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ধৃত আসামিকে গাজিপুর জেলার, কোনাবাড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়