ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্টে অতিরিক্ত ২০ বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৯ Time View

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের উদ্দেশ্যে বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের কাছে থেকে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত হয়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুসরণর করে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সংযুক্তি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে ১৫ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ডাকযোগে/সরাসরি পাঠানোর জন্য দরখাস্ত আহ্বান করে আজ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের স্বাক্ষরযুক্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি। তিনি এ বিষয়ে প্রধান বিচারপতির পরামর্শ যাচাই করেন।

২০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব স্বাক্ষরিত  এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, ২৫ আগস্ট প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি  নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির  পরদিন ২৬ আগস্ট প্রধান বিচারপতি তাঁদের শপথ পাঠ করান।

Please Share This Post in Your Social Media

হাইকোর্টে অতিরিক্ত ২০ বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৭:৩১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের উদ্দেশ্যে বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের কাছে থেকে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত হয়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুসরণর করে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সংযুক্তি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে ১৫ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ডাকযোগে/সরাসরি পাঠানোর জন্য দরখাস্ত আহ্বান করে আজ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের স্বাক্ষরযুক্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২০ জন বিচারপতি নিয়োগের বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন রাষ্ট্রপতি। তিনি এ বিষয়ে প্রধান বিচারপতির পরামর্শ যাচাই করেন।

২০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব স্বাক্ষরিত  এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, ২৫ আগস্ট প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি  নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির  পরদিন ২৬ আগস্ট প্রধান বিচারপতি তাঁদের শপথ পাঠ করান।