ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

‘স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম’ বলা সেই ওসিকে আইজিপির চিঠি

লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ১১৭ Time View

লালমনিরহাট সদর থানার ওসি নূরনবী। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট সদর থানার ওসি নূরনবীর একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তার বক্তব্যের প্রশংসা করে একটি প্রশংসাপত্র পাঠিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শুক্রবার (৭ মার্চ) আইজিপির পাঠানো ওই চিঠিটি হাতে পান সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী। এর আগে শনিবার (১ মার্চ) আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত পত্রটি সদর থানার বরাবর ডাকযোগে পাঠান।

চিঠিটি হাতে পেয়ে ওসি নূরনবী জানান, আইজিপির চিঠি পেয়ে আমি অনুপ্রাণিত হয়েছি।

ওই চিঠিতে আইজিপি বাহারুল আলম ওসি নূরনবীর উদ্দেশে লিখেছেন, ‘জনগণের আস্থা অর্জনে আপনার প্রচেষ্টা, সেবা করার প্রত্যয় ও পেশাদারিত্বের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। আপনার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা সারা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে—এ প্রত্যাশা করি।’

এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘ওসির এমন উদ্যোগ জেলা পুলিশের জন্য গর্বের।

আইজিপির শুভেচ্ছা বার্তা আমাদের আরো অনুপ্রাণিত করেছে। আমরা দেশ ও জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত আছি। ওসি নূরনবীর এই মানবিক ও সাহসী বার্তা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

ভাইরাল হওয়া বক্তব্যে ওসি নূরনবী বলেন, ‘আমাকে স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম।

জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক—আর আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ যদি দাবি করে যে, মামলা করতে হলে টাকা দিতে হবে, তবে সরাসরি আমার কাছে অভিযোগ জানান।’

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘মাদক কি ভালো না খারাপ? খারাপ। যুবসমাজ কি মাদকের কারণে শেষ হচ্ছে না? হচ্ছে।

আপনারা শুধু আমাকে খবর দেবেন। প্রয়োজনে আমি বা আমার টিম গিয়ে ব্যবস্থা নেব। যদি কোনো অপরাধী এলাকায় ঘোরাফেরা করে, হঠাৎ করে ধনী হয়ে যায়, কিংবা সন্দেহজনক আচরণ করে, তাহলে পুলিশকে জানাতে হবে। জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্মূল সম্ভব নয়। ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন।’

থানায় ভালো লোক গেলে অপরাধীরা আতঙ্কে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ যদি পুলিশের পাশে থাকে, তাহলে অপরাধীরা টিকতে পারবে না। আমি আপনাদের কাছে ভোট চাই না, শুধু ভালোবাসা চাই। আমি ভালো কাজ করলে সমর্থন দেবেন, আর খারাপ কাজ করলে আমার বিরুদ্ধেও দাঁড়াবেন।’

Please Share This Post in Your Social Media

‘স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম’ বলা সেই ওসিকে আইজিপির চিঠি

লালমনিরহাট প্রতিনিধি
Update Time : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট সদর থানার ওসি নূরনবীর একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তার বক্তব্যের প্রশংসা করে একটি প্রশংসাপত্র পাঠিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শুক্রবার (৭ মার্চ) আইজিপির পাঠানো ওই চিঠিটি হাতে পান সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী। এর আগে শনিবার (১ মার্চ) আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত পত্রটি সদর থানার বরাবর ডাকযোগে পাঠান।

চিঠিটি হাতে পেয়ে ওসি নূরনবী জানান, আইজিপির চিঠি পেয়ে আমি অনুপ্রাণিত হয়েছি।

ওই চিঠিতে আইজিপি বাহারুল আলম ওসি নূরনবীর উদ্দেশে লিখেছেন, ‘জনগণের আস্থা অর্জনে আপনার প্রচেষ্টা, সেবা করার প্রত্যয় ও পেশাদারিত্বের মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। আপনার নেতৃত্বে লালমনিরহাট সদর থানা সারা দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে—এ প্রত্যাশা করি।’

এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, ‘ওসির এমন উদ্যোগ জেলা পুলিশের জন্য গর্বের।

আইজিপির শুভেচ্ছা বার্তা আমাদের আরো অনুপ্রাণিত করেছে। আমরা দেশ ও জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত আছি। ওসি নূরনবীর এই মানবিক ও সাহসী বার্তা পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

ভাইরাল হওয়া বক্তব্যে ওসি নূরনবী বলেন, ‘আমাকে স্যার বলতে হবে না, আমি জনগণের গোলাম।

জনগণ আমাদের বেতন দেয়, তাই তারা মালিক—আর আমরা কর্মচারী। থানায় মামলা করতে কোনো টাকা বা দালালের প্রয়োজন নেই। কেউ যদি দাবি করে যে, মামলা করতে হলে টাকা দিতে হবে, তবে সরাসরি আমার কাছে অভিযোগ জানান।’

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘মাদক কি ভালো না খারাপ? খারাপ। যুবসমাজ কি মাদকের কারণে শেষ হচ্ছে না? হচ্ছে।

আপনারা শুধু আমাকে খবর দেবেন। প্রয়োজনে আমি বা আমার টিম গিয়ে ব্যবস্থা নেব। যদি কোনো অপরাধী এলাকায় ঘোরাফেরা করে, হঠাৎ করে ধনী হয়ে যায়, কিংবা সন্দেহজনক আচরণ করে, তাহলে পুলিশকে জানাতে হবে। জনগণের সাহায্য ছাড়া অপরাধ নির্মূল সম্ভব নয়। ভালো মানুষ বেশি বেশি থানায় আসুন।’

থানায় ভালো লোক গেলে অপরাধীরা আতঙ্কে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ যদি পুলিশের পাশে থাকে, তাহলে অপরাধীরা টিকতে পারবে না। আমি আপনাদের কাছে ভোট চাই না, শুধু ভালোবাসা চাই। আমি ভালো কাজ করলে সমর্থন দেবেন, আর খারাপ কাজ করলে আমার বিরুদ্ধেও দাঁড়াবেন।’