ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মা আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ

স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ৩৬ Time View

নিয়োগের পর বিধি অনুযায়ী চাকরির রাজস্ব সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশ যথাযথভাবে পালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান ও গোলাম মোহাম্মদ মোর্শেদ।

আদালত অবমাননা সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান।

সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে উল্লেখ করে আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান জানান, রুলে চাকরি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

অপর আইনজীবী গোলাম মোহাম্মদ মোর্শেদ জানান, এর আগে নিয়োগের পর থেকেই নার্স তার চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নিতে আবেদন করেন। ওই আবেদন করার পরও সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো সাড়া পাননি। এরপর তিনি ওই আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদন শুনানি নিয়ে এ সংক্রান্ত বিষয়ে রুল জারির পাশাপাশি আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

ওই আদেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন দায়ের করা হয়। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করে। আদালত অবমাননার রুল জারি করা সংক্রান্ত আদেশটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০১:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

নিয়োগের পর বিধি অনুযায়ী চাকরির রাজস্ব সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশ যথাযথভাবে পালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান ও গোলাম মোহাম্মদ মোর্শেদ।

আদালত অবমাননা সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান।

সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে উল্লেখ করে আইনজীবী ব্যারিস্টার শাখাওয়াত হোসেন খান জানান, রুলে চাকরি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

অপর আইনজীবী গোলাম মোহাম্মদ মোর্শেদ জানান, এর আগে নিয়োগের পর থেকেই নার্স তার চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নিতে আবেদন করেন। ওই আবেদন করার পরও সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো সাড়া পাননি। এরপর তিনি ওই আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদন শুনানি নিয়ে এ সংক্রান্ত বিষয়ে রুল জারির পাশাপাশি আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট।

ওই আদেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন দায়ের করা হয়। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করে। আদালত অবমাননার রুল জারি করা সংক্রান্ত আদেশটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।