স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
- Update Time : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৯৫৪ Time View
চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় স্ত্রী কামরুন নাহারকে (৩২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দে এ আদেশ দেন।
মামলার বাদী মজিবুর রহমান ২০ জুলাই যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন। এর আগে আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করলেও তিনি হাজির না হওয়ায় গত ৫ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
পরে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ৩ নভেম্বর সন্ধ্যায় শাহরাস্তির কালীবাড়ি এলাকা থেকে কামরুন নাহারকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুন মজিবুর রহমানের সঙ্গে কামরুন নাহারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী স্বামীর কাছে নগদ অর্থ, জমি ও শহরে ফ্ল্যাট দাবি করেন। এ নিয়ে দাম্পত্য কলহ দেখা দেয়। স্বামীর অভিযোগ, তিনি স্ত্রীকে কয়েক দফায় টাকা দিলেও তা আর ফেরত পাননি।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুল মোল্লা বলেন, “যৌতুক নিরোধ আইন অনুযায়ী বিয়ের যে কোনো পক্ষ যৌতুক দাবি করলে তা অপরাধ। এ কারণেই স্বামী মামলা করেছেন, আদালত সেটি আমলে নিয়েছেন।”































































































































































































