স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দুই শতাধিক
- Update Time : ০৫:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ১৪ Time View
স্পেনে ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেলেনসিয়া অঞ্চল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভ্যালেন্সিয়ায় নিখোঁজদের অনুসন্ধান এবং জীবিতদের সহায়তা করার জন্য প্রায় ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।
গত সোমবার শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। এছাড়া কাঁদায় ঢাকা পড়েছে অনেক শহর। ফলে অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বাসিন্দারা খাবার, পানি ও বিদ্যুৎ সংকটে রয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, উদ্ধারকর্মীদের জন্য রাস্তাগুলো খালি রাখতে সপ্তাহান্তে ভ্যালেন্সিয়া অঞ্চলে চলাচল সীমিত রাখা হবে। ভ্যালেন্সিয়া শহর থেকে হাজার হাজার মানুষ আশেপাশের গ্রামীণ এলাকায় গিয়ে খাবার ও সহায়তা সামগ্রী পৌঁছানো এবং পরিচ্ছন্নতা কাজে সহায়তা করছেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে শনিবার মধ্যরাত থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভ্যালেন্সিয়া মহানগর এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়