ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
  • Update Time : ১১:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ১৬৮ Time View

টঙ্গীতে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মহিদুল ইসলাম ওরফে মধু মোল্লা (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় লাশের সঙ্গে একটি চিরকুট লেখা পাওয়া গেছে। এতে লেখা ছিল- আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিও।

বৃহস্পতিবার সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মহিদুল ইসলাম ওরফে মধু মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শিলটা গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। তিনি ও তার স্ত্রী পেশায় গার্মেন্টস কর্মী। তারা উভয়ে বিসিক এলাকার মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাংসারিক খুঁটিনাটি বিষয়াদি নিয়ে মধু মোল্লা ও তার স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই জেরে তার স্ত্রী গার্মেন্টসে চলে গেলে সকাল ১০টার দিকে ভাড়া বাসার সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরিবার ও আশপাশের লোকজন খবর পেয়ে মধু মোল্লাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিও। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মোঃ হানিফ হোসেন, টঙ্গী
Update Time : ১১:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

টঙ্গীতে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মহিদুল ইসলাম ওরফে মধু মোল্লা (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় লাশের সঙ্গে একটি চিরকুট লেখা পাওয়া গেছে। এতে লেখা ছিল- আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিও।

বৃহস্পতিবার সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মহিদুল ইসলাম ওরফে মধু মোল্লা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শিলটা গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। তিনি ও তার স্ত্রী পেশায় গার্মেন্টস কর্মী। তারা উভয়ে বিসিক এলাকার মোশারফ হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাংসারিক খুঁটিনাটি বিষয়াদি নিয়ে মধু মোল্লা ও তার স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই জেরে তার স্ত্রী গার্মেন্টসে চলে গেলে সকাল ১০টার দিকে ভাড়া বাসার সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরিবার ও আশপাশের লোকজন খবর পেয়ে মধু মোল্লাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সবাই আমাকে ক্ষমা করে দিও। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।