ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে পাচার করে ভারতে বিক্রির দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : ১১:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮১ Time View

ফরিদপুরে স্ত্রীকে বিয়ের পর ভারতে নিয়ে বিক্রি করার অপরাধে সবুজ শেখ (২৫) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।‌

‎সাজাপ্রাপ্ত সবুজ শেখ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বন্দিগাঁ গ্রামের সিরাজ শেখের ছেলে।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।‎মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার মধুখালী উপজেলার মেসরদিয়া গ্রামের ইমাম উদ্দিন শেখের মেয়ের সঙ্গে সবুজ শেখের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর নিজের স্ত্রীকে ভারতে নিয়ে বিক্রি করে দেন সবুজ শেখ। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার আসামিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।‎এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’

Please Share This Post in Your Social Media

স্ত্রীকে পাচার করে ভারতে বিক্রির দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
Update Time : ১১:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরে স্ত্রীকে বিয়ের পর ভারতে নিয়ে বিক্রি করার অপরাধে সবুজ শেখ (২৫) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।‌

‎সাজাপ্রাপ্ত সবুজ শেখ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বন্দিগাঁ গ্রামের সিরাজ শেখের ছেলে।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।‎মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার মধুখালী উপজেলার মেসরদিয়া গ্রামের ইমাম উদ্দিন শেখের মেয়ের সঙ্গে সবুজ শেখের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর নিজের স্ত্রীকে ভারতে নিয়ে বিক্রি করে দেন সবুজ শেখ। এ ঘটনায় মামলা হলে দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার আসামিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।‎এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি।’