স্কাইডাইভিংয়ের সময় মেকাপ! ভাইরাল তরুণী

- Update Time : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৭৪ Time View
কিছু মানুষ ঘরের বাইরে পাহাড়ের চূড়ায় ভ্রমন করতে পছন্দ করেন। আকাশে উড়ে বেড়ানো তাদের পছন্দ। আবার কিছু মানুষ ঘরের ভেতরে মেকাপ করে সৌন্দর্য চর্চা পছন্দ করেন। এই দুই প্রকারের কাজ একসঙ্গে করেন এমন ঘটনা বিরল।
এমন এক কাণ্ড ঘটালেন এক মার্কিন তরুণী। প্রায় ১০ হাজার ফুট উঁচু থেকে স্কাইডাইভিংয়ের সময় মেকাপ করতে দেখা যায় তাকে। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে মেকাপ করার সেই ভিডিও শেয়ার করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা তিনি। স্কাইডাইভিং নিয়ে বিভিন্ন ভিডিও দেখা গেছে তার প্রোফাইলে।
ওই নারীর শেয়ার করা ভিডিওতে দেখা যায়, স্কাইডাইভিংয়ের সময় মেকাপ করছেন তিনি। আর মেকাপ সম্পর্কিত নানা উপদেশ দিচ্ছেন দর্শকদের।
তার ওই পোস্টে নানা মন্তব্য করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আপনার মেকাপ করার রুটিন কখন? ১০ হাজার ফুট উপর থেকে মেকাপ করার চেয়ে আনন্দদায়ক আর কী হতে পারে?
মার্কিন এই নারীর সেই ভিডিওতে লাইক পড়েছে প্রায় ৫ লাখ। বিভিন্ন মন্তব্য করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।