সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল

- Update Time : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৪৮২ Time View
আফগানিস্তান এবং পাকিস্তানের বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ নিয়ে কাতার, সৌদি আরব ও ইরানসহ আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়ার পর শত্রুতা বন্ধ হয়েছে। রোববার (১২ অক্টোবর) কাবুলভিত্তিক টোলো নিউজ এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আফগান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, কাতার ও সৌদি আরবের অনুরোধে উভয় পক্ষের মধ্যে শত্রুতা বন্ধ করা হয়েছে। তবে তিনি সতর্ক করেন, পাকিস্তানের পরবর্তী যে কোনো পদক্ষেপের জন্য আফগানের পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে।
মুখপাত্র মুজাহিদ আরও বলেন, ‘কাতার এবং সৌদি আরব উভয়ই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। আফগানিস্তানের ইসলামিক আমিরাত যুদ্ধ বন্ধ করে সেটি মেনে নিয়েছে। তবে আজ সকালে আমরা খবর পেয়েছি, পাকিস্তানের পক্ষ থেকে আক্রমণ চালানো হয়েছে। যদি এই আক্রমণ অব্যাহত থাকে, তাহলে আফগানিস্তান তার ভূখণ্ড রক্ষা করার অধিকার সংরক্ষণ করে।’
এদিকে, পৃথক বিবৃতিতে মুসলিম দেশগুলো কাবুল ও ইসলামাবাদকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। বিবৃতিগুলোতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মন্ত্রণালয় উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য উত্তেজনা কমাতে এবং উত্তেজনা এড়াতে সাহায্য করে – এমনভাবে পার্থক্য নিয়ন্ত্রণের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার আশেপাশের পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং দুই প্রতিবেশী ও মুসলিম দেশের মধ্যে উত্তেজনা কমাতে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।’
রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ কারিবুল্লাহ সাদাত মন্তব্য করেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ অব্যাহত রাখা সকল দেশের জন্য ক্ষতিকর। সমাধানটি পাকিস্তানে আফগান দূতাবাস এবং আফগানিস্তানে পাকিস্তানি দূতাবাসের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও পুনর্মিলনের মধ্যে নিহিত।’