সৌদি আরবে আজ রমজান শুরু আগামী কাল শুরু হতে পারে বাংলাদেশে
- Update Time : ০৭:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ২০৯ Time View
স্টাফ রিপোর্টারঃ সৌদি আরবের আকাশে গতকাল (১০ মার্চ) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
সেদেশের স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে দেশটির আকাশে নতুন চাঁদ দেখা যায়। এর আগে, বিকেল ৫টা ৩০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কাজ শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়।
মহিমান্বিত রমজানের নতুন চাঁদ দেখতে দেশটির সুদাইর নামক অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেয়া হয়। চাদ দেখা উপভোগ ও নিশ্চিত করতে সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ খুদাইরি সেখানে উপস্থিত হন।
প্রশস্ত মরুভূমিতে মঞ্চ তৈরি করে সেখানে সারি সারি চেয়ার বসানো হয়। ওইস্থান থেকেই চাঁদ দেখার চেষ্টা করা হয়।
এছাড়া তুমাইরেও অনুরূপ প্রস্তুতি নেয়া হয়। তবে দুপুরের একটু পর সেখানে ধূলিঝড় শুরু হলে এতে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে পরবর্তীতে আবহাওয়া আবার ঠিক হয়ে যায়।
সন্ধ্যা ৬টার কিছু আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, ‘এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে রমজানের চাঁদ দেখা সম্ভব নয়।’অবশ্য পরবর্তীতে চাঁদ দেখা যায়।
এদিকে পবিত্র কাবাভিত্তিক ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, মেঘের ঘনত্বের কারণে দেশের কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি এবং কোথাও থেকে চাঁদ দেখার তথ্য আসেনি বলে জানায়। শেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।
এদিকে রোববার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেলেও অস্ট্রেলিয়াসহ আরো বেশ কয়েকটি মুসলিম দেশে নতুন চাঁদ দেখা যায়নি।
অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে দেশটিতে শাবান মাস শেষ হবে সোমবার (১১ মার্চ)। আর পবিত্র রমজান শুরু হবে আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে।
দেশটির গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, ‘সোমবার শাবান মাস শেষ হবে আর মঙ্গলবার শুরু হবে রোজা।’ ভৌগোলিক অবস্থান এবং আগে চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে।
অস্ট্রেলিয়ার পর পরই এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ রমজান মাস কবে শুরু হবে, সেই তারিখ ঘোষণা করেছে। ব্রুনাই জানিয়েছে, দেশটিতে প্রথম রমজান মঙ্গলবার (১২ মার্চ)। কারণ, সালতানাতের কোথাও রোববার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়নি।
মালয়েশিয়ার আকাশেও রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রমজানের প্রথম দিন হিসেবে মঙ্গলবারকে (১২ মার্চ) ঘোষণা করেছে।
জনসংখ্যার বিবেচনায় বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও প্রথম রমজান মঙ্গলবার (১২ মার্চ)। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সেই হিসেবে আগামীকাল সোমবার হচ্ছে শাবান মাসের ৩০তম দিন।
বাংলাদেশেও আজ বিকেলে ইসলামী ফাউন্ডেশনে চাদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাংলাদেশের চাদপুর, বরিশালের, শরীয়তপুরসহ কয়েক স্হানে আজ সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র রমজানের রোজা পালন শুরু করেছে বলে জানা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়