ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মামুনুল হক সিলেটে সাদাপাথর লুটপাট নিয়ে তদন্ত কমিটির গণশুনানি আ’লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: গ্রেফতার শিমুল ৪ দিনের রিমান্ডে ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন আদালত চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেয়ার নির্দেশ শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা

পবিত্র হজের প্রস্তুতি, সৌদিতে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজার মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১১:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ১২৩৫ Time View

আগামী মাসে অনুষ্ঠিতব্য পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পবিত্র নগরী মক্কা ও মদিনায় জমে উঠেছে আধ্যাত্মিক পরিবেশ।

সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত মোট ৮ লাখ ২০ হাজার ৬৮৫ হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। এর মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, ৩৫ হাজার ৪৭৮ জন এসেছেন স্থল সীমান্ত পাড়ি দিয়ে এবং ২ হাজার ৮২২ জন সৌদি আরবে পৌঁছেছেন সমুদ্রপথে।

শনিবার (২৪ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রসঙ্গত, গত বছর হজে অংশ নিয়েছিলেন প্রায় ১৮ লাখ মুসল্লি, যার মধ্যে সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরাও ছিলেন। তবে অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ এবং চরম তাপপ্রবাহের কারণে প্রায় ১ হাজার ৩০০ হাজির মৃত্যুর ঘটনাও ঘটে, যা ছিল বিগত সময়ের মধ্যে অন্যতম হৃদয়বিদারক ঘটনা।

এ ধরনের ভোগান্তি ও ঝুঁকি কমাতে সৌদি সরকার ২০১৮ সাল থেকেই চালু করেছে ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’। এই বিশেষ প্রোগ্রামের আওতায় হজযাত্রার আগেই বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক ও আইভরি কোস্টের মুসল্লিরা নিজ দেশেই হজসংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

এই কার্যক্রমে রয়েছে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা প্রদান, পাসপোর্ট চেক, লাগেজ ট্যাগিং ও নিরাপত্তা যাচাইয়ের মতো নানা সুবিধা।

সৌদি পৌঁছানোর পর হজযাত্রীদের সরাসরি নির্ধারিত বাসে করে মক্কা ও মদিনায় তাদের আবাসস্থলে পৌঁছে দেওয়া হয় এবং লাগেজও পৃথকভাবে সরবরাহ করা হয়, যা হজযাত্রীদের ভ্রমণকে করে তুলেছে আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক।

চলতি বছর আরও অধিকসংখ্যক মুসল্লি পবিত্র হজে অংশ নেবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। হজযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন।

Please Share This Post in Your Social Media

পবিত্র হজের প্রস্তুতি, সৌদিতে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজার মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১১:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

আগামী মাসে অনুষ্ঠিতব্য পবিত্র হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পবিত্র নগরী মক্কা ও মদিনায় জমে উঠেছে আধ্যাত্মিক পরিবেশ।

সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত মোট ৮ লাখ ২০ হাজার ৬৮৫ হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। এর মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন এসেছেন আকাশপথে, ৩৫ হাজার ৪৭৮ জন এসেছেন স্থল সীমান্ত পাড়ি দিয়ে এবং ২ হাজার ৮২২ জন সৌদি আরবে পৌঁছেছেন সমুদ্রপথে।

শনিবার (২৪ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রসঙ্গত, গত বছর হজে অংশ নিয়েছিলেন প্রায় ১৮ লাখ মুসল্লি, যার মধ্যে সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরাও ছিলেন। তবে অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ এবং চরম তাপপ্রবাহের কারণে প্রায় ১ হাজার ৩০০ হাজির মৃত্যুর ঘটনাও ঘটে, যা ছিল বিগত সময়ের মধ্যে অন্যতম হৃদয়বিদারক ঘটনা।

এ ধরনের ভোগান্তি ও ঝুঁকি কমাতে সৌদি সরকার ২০১৮ সাল থেকেই চালু করেছে ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’। এই বিশেষ প্রোগ্রামের আওতায় হজযাত্রার আগেই বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক ও আইভরি কোস্টের মুসল্লিরা নিজ দেশেই হজসংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

এই কার্যক্রমে রয়েছে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ই-হজ ভিসা প্রদান, পাসপোর্ট চেক, লাগেজ ট্যাগিং ও নিরাপত্তা যাচাইয়ের মতো নানা সুবিধা।

সৌদি পৌঁছানোর পর হজযাত্রীদের সরাসরি নির্ধারিত বাসে করে মক্কা ও মদিনায় তাদের আবাসস্থলে পৌঁছে দেওয়া হয় এবং লাগেজও পৃথকভাবে সরবরাহ করা হয়, যা হজযাত্রীদের ভ্রমণকে করে তুলেছে আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক।

চলতি বছর আরও অধিকসংখ্যক মুসল্লি পবিত্র হজে অংশ নেবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। হজযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন।