সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ১৪ জন পেল বুয়েটে ভর্তির সুযোগ

- Update Time : ০৯:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ২৩৫ Time View
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর মোট ১৪ জন শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ( বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছে।
গত বছরও এ কলেজ থেকে একাধিক শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছিলো।
কথা হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সাথে। তিনি জানান, আমরা একটা নিয়ম শৃংখলার মধ্যদিয়ে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করি। সেভাবেই শিক্ষার্থীদের দিক-নির্দেশনা দিয়ে ভাল ফলাফলে উৎসাহিত করা হয়। আমরা আমাদের সাধ্যানুযায়ী যতটুকু সম্ভব করার চেষ্টা করি। শিক্ষকরা অত্যন্ত পরিশ্রম করে দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করে থাকে। ফলে শুরু থেকেই শিক্ষার্থীরা মেধাবী হয়ে গড়ে ওঠে।
তিনি আরও বলেন, প্রতিবছরের ন্যয় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভালো ফলাফলের মাধ্যমে তারা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। দেশ-বিদেশের বিভিন্ন নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্ররা মেধার স্বাক্ষর রাখছে।
উল্লেখ্য, এ বছর নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মোট ১৪ জন শিক্ষার্থী বুয়েটর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা হলেন মাহির নুরায়ন স্বচ্ছ, লামিসা, নোমান, রিসা সৈকত, রাব্বি, আইনুল বারি, আতিকুল সিহাব, বৃষ্টি রায়, ইসরাত, ত্বাকি আহমেদ সাদ, তুর্য্য, বাঁধন ও শাহরিয়ার কবির সিয়াম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়