সেলসম্যান এখন মাদকের বড় ডিলার
- Update Time : ০৫:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৪০ Time View
টঙ্গীর দত্তপাড়া এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এখন জুয়েল শিকদার। এক সময় হকারি করা ছেলে এখন মাদকের (ইয়াবা) বড় ডিলার। হকারি থেকে মাদক ব্যবসায় তার রদবদল টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী মাদকের বড় মাপের ডিলার হুমায়ুন এর হাত ধরেই।
হুমায়ুনের হাত ধরেই ঝুকে পড়ে মাদকের(ইয়াবা) ব্যবসায়। শুরু করে মাদকের ব্যবসা। শুরুর দিকে সেলসম্যান হিসেবে পরিচিত হলেও একসময় বনে যায় হুমায়ুন এর ডান হাত। তার পরেই দত্তপাড়া এলাকায় আধিপত্য এবং মাদক ব্যবসা বিস্তার করতে হুমায়ুন এর নেতৃত্বে করেন জোরা খুন। সেই থেকেই উত্থান জুয়েল শিকদার এর। আর পিছনে ফিরতে হয়নি থাকে বনে যায় একজন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং নিজেই শুরু করেন মাদকের বড় বড় ডিলিং।
এর মধ্যে বেশ কয়েক বার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার ও হয় জুয়েল। জেল থেকে বের হয়েই সে আরও জোরালো ভাবে বিস্তার করতে থাকে তার অপরাধ সাম্রাজ্য। এবং বনে যায় টঙ্গীর দত্তপারা এলাকার অপরাধ সাম্রাজ্যের মুকুট বিহিন রাজা।
এখন সে নিজেই মাদকের বড় ডিলার এবং পালেন ডজন খানেক সেলসম্যান এবং এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে তার আপন ছোট ভাই রায়হান শিকদারকে দিয়ে গড়ে তুলেছেন একটি বিশাল সশস্ত্র বাহিনী। মেয়েদের উত্যক্ত, ছিন্তাই, ডাকাতি, লুটপাট থেকে শুরু করে সকল ধরনের অপকর্ম তাদের নিত্যদিনের কাজ। কেউ এর প্রতিবাদ করলে হতে হয় তাদের ভয়াবহ নির্যাতনের শিকার।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমদের অভিযান সবসময় অব্যাহত থাকবে।