সেভেন সিস্টার্সকে বাঁচাতেই মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত: সারজিস
- Update Time : ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৩০ Time View
বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নয়, বরং সেভেন সিস্টারসকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রামে ইসলামী আন্দোলনের আয়োজিত ‘ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন আমাদের ওপর ক্ষমতা প্রয়োগ করেছে। তরুণ প্রজন্মের কাছে দেশটিকে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই আধিপত্যবাদকে ভাঙতে হবে। একাত্তরের আগে ও পরে ভারত বাংলাদেশকে কীভাবে ব্যবহার করেছে, তা লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, ভারত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের ওপর ক্ষমতা প্রয়োগ করেছে এবং তরুণ প্রজন্মের কাছে দেশটিকে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, এই আধিপত্যবাদকে ভাঙতে হবে এবং একাত্তরের আগে ও পরে ভারত বাংলাদেশকে কীভাবে ব্যবহার করেছে, তা লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে।
এ সময় তিনি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে সমালোচনা করেন এবং বলেন, এটি ছিল একটি ভুল পদক্ষেপ।
এছাড়া, আলিফ হত্যাকাণ্ড প্রসঙ্গে সারজিস আলম বলেন, এটি একটি ফ্যাসিস্ট পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, কিন্তু চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে প্রতিহত করেছে।