ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান শাহীনের সেকেন্ড ইন কমান্ড পাভেল মোল্লার দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ সাকিবকে নিয়ে ভিপি সাদিকের স্ট্যাটাস মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট বাংলাদেশসহ ৭৭ দেশের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প

সেনেগালে নৌকা ডুবে ১৫ অভিবাসীর মৃত্যু

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১০:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • / ২৬৭ Time View

সেনেগালে নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী ডাকার উপকূলে অভিবাসী ও উদ্বাস্তুদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর এই ঘটনা ঘটে।

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যালের মতে, ইউরোপে পৌঁছানোর জন্য বিপজ্জনক সামুদ্রিক যাত্রায় মরিয়া মানুষ। এতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ম্যাকি স্যালে এক টুইটে বলেন, ডাকার উপক‚লে একটি ‘পিরোগ’ (একটি লম্বা কাঠের নৌকা) ডুবে গেছে। এতে ১৫ জন সেনেগালিজ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি। নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

ডাকারের পার্শ্ববর্তী ওউকাম এলাকায় মৃতদেহগুলো পাওয়া গেছে। সেখানকার ডেপুটি মেয়র এনডেই টপ গুয়ে বলেছেন, সোমবার সকালে মৃতদেহগুলো খুঁজে পায় নৌবাহিনীর সদস্যরা।

ভুক্তভোগীরা যে ধরনের নৌকায় ছিল তার কারণে তাদের অভিবাসী বলে মনে করা হচ্ছে। যদিও ডাকারের পার্শ্ববর্তী ওউকাম এলাকায় এবারই প্রথমবারের মতো মৃতদেহ ভেসে এসেছে, তবে এনডেই টপ বলছেন, সেনেগালে সমুদ্রে অভিবাসীদের মৃত্যু খুবই সাধারণ বিষয় হয়ে উঠছে।

তার ভাষায়, ‘এটিই প্রথমবার নয়, অগণিতবার হয়েছে। সরকারকে পাল্টা ব্যবস্থা নিতে হবে।’

বাবাকার ডায়ালো নামে ওউকামের একজন জেলে বলেন, ‘সমুদ্রের তীরে আসার পর বহু মানুষকে উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার চেষ্টা করতে দেখেছেন তিনি।’ তিনি আরো বলেন, ‘তীরে কমপক্ষে ১২টি মৃতদেহ ছিল। দুই ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছেন। বেশ কয়েক ঘণ্টা পর মৃতদেহগুলো তীরে আনা হয়।’

ডায়ালো বলেন, ‘তারা এখনো মৃতদেহ উদ্ধার করছে, কিন্তু পানি পরিষ্কার নয়। কোথায় মৃতদেহ খুঁজে পাওয়া যেতে পারে আমরা সে বিষয়ে তাদের ইঙ্গিত দিয়েছি। আমরা এখানে থাকি, এবং বিপদের ক্ষেত্রে আমরাই তাদের বলতে পারি মৃতদেহ কোথায় খুঁজতে হবে। সম্ভবত এখনো আরো মৃতদেহ আছে।’

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

সেনেগালে নৌকা ডুবে ১৫ অভিবাসীর মৃত্যু

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১০:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

সেনেগালে নৌকা ডুবে ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী ডাকার উপকূলে অভিবাসী ও উদ্বাস্তুদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর এই ঘটনা ঘটে।

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যালের মতে, ইউরোপে পৌঁছানোর জন্য বিপজ্জনক সামুদ্রিক যাত্রায় মরিয়া মানুষ। এতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ম্যাকি স্যালে এক টুইটে বলেন, ডাকার উপক‚লে একটি ‘পিরোগ’ (একটি লম্বা কাঠের নৌকা) ডুবে গেছে। এতে ১৫ জন সেনেগালিজ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি। নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

ডাকারের পার্শ্ববর্তী ওউকাম এলাকায় মৃতদেহগুলো পাওয়া গেছে। সেখানকার ডেপুটি মেয়র এনডেই টপ গুয়ে বলেছেন, সোমবার সকালে মৃতদেহগুলো খুঁজে পায় নৌবাহিনীর সদস্যরা।

ভুক্তভোগীরা যে ধরনের নৌকায় ছিল তার কারণে তাদের অভিবাসী বলে মনে করা হচ্ছে। যদিও ডাকারের পার্শ্ববর্তী ওউকাম এলাকায় এবারই প্রথমবারের মতো মৃতদেহ ভেসে এসেছে, তবে এনডেই টপ বলছেন, সেনেগালে সমুদ্রে অভিবাসীদের মৃত্যু খুবই সাধারণ বিষয় হয়ে উঠছে।

তার ভাষায়, ‘এটিই প্রথমবার নয়, অগণিতবার হয়েছে। সরকারকে পাল্টা ব্যবস্থা নিতে হবে।’

বাবাকার ডায়ালো নামে ওউকামের একজন জেলে বলেন, ‘সমুদ্রের তীরে আসার পর বহু মানুষকে উদ্ধার প্রচেষ্টায় সাহায্য করার চেষ্টা করতে দেখেছেন তিনি।’ তিনি আরো বলেন, ‘তীরে কমপক্ষে ১২টি মৃতদেহ ছিল। দুই ব্যক্তি জীবিত উদ্ধার হয়েছেন। বেশ কয়েক ঘণ্টা পর মৃতদেহগুলো তীরে আনা হয়।’

ডায়ালো বলেন, ‘তারা এখনো মৃতদেহ উদ্ধার করছে, কিন্তু পানি পরিষ্কার নয়। কোথায় মৃতদেহ খুঁজে পাওয়া যেতে পারে আমরা সে বিষয়ে তাদের ইঙ্গিত দিয়েছি। আমরা এখানে থাকি, এবং বিপদের ক্ষেত্রে আমরাই তাদের বলতে পারি মৃতদেহ কোথায় খুঁজতে হবে। সম্ভবত এখনো আরো মৃতদেহ আছে।’

সূত্র : আলজাজিরা