ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সেই প্রকৌশলীর ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : ১২:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৩৮ Time View

নাটোরের সিংড়ায় গাড়ি তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) বিকেলে সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন। এর আগে দুপুরে সিংড়া থানার উপ-পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন। একইসঙ্গে তিনি দুর্নীতি দমন কমিশনের কাছে ওই টাকার বৈধতা সম্পর্কে মতামত চেয়েও পৃথক আবেদন করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সিংড়ার চলনবিল গেট এলাকায় নাটোর-সিংড়া মহাসড়কে যৌথবাহিনী গাড়ি তল্লাশিকালে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে। এ ব্যাপারে ওই দিন সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার সন্ধ্যায় ওই কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা তলব করামাত্র হাজির হবেন- এমন শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান। এ সময় তিনি ওই টাকা তার জমি বিক্রির টাকা বলে দাবি করেন। তবে এর সমর্থনে তিনি কোনো প্রমাণ দিতে না পারায় পুলিশ ওই টাকা ও টাকা বহনকারী গাড়িটি জব্দ করে। আজ তদন্তকারী কর্মকর্তা জব্দ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত টাকাগুলো ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করে সোমবার জেলার সরকারি কোষাগারে (ট্রেজারি) জমা দেওয়ার নির্দেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ জানান, টাকাগুলো এলজিইডির কর্মকর্তা জমি বিক্রির টাকা বলে দাবি করলেও এর সমর্থনে কোন কাগজপত্র জমা দিতে পারেননি। তাই টাকার বৈধতা নিরুপণের জন্য তিনি দুর্নীতি দমন কমিশনে আবেদন পাঠিয়েছেন। তারা তদন্ত করে টাকার উৎস সম্পর্কে প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ পৈত্রিক জমি বিক্রয়ের টাকা নিয়ে বিপাকে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ছাবিউল

সিংড়া আমলি আদালতের জিআরও নুরে আলম জানান, আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন। তদন্তকারী কর্মকর্তা সোমবার জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন। আজ সকালে গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম তার কাছে এসেছিলেন জব্দকৃত টাকা ফেরত নেওয়ার উপায় জানতে। তিনি তাকে বৈধ কাগজপত্রসহ আদালতে আবেদন করার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

সেই প্রকৌশলীর ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update Time : ১২:৪২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

নাটোরের সিংড়ায় গাড়ি তল্লাশির সময় গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) বিকেলে সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন। এর আগে দুপুরে সিংড়া থানার উপ-পরিদর্শক তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করা টাকা জমা দেওয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন। একইসঙ্গে তিনি দুর্নীতি দমন কমিশনের কাছে ওই টাকার বৈধতা সম্পর্কে মতামত চেয়েও পৃথক আবেদন করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সিংড়ার চলনবিল গেট এলাকায় নাটোর-সিংড়া মহাসড়কে যৌথবাহিনী গাড়ি তল্লাশিকালে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের গাড়ি থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করে। এ ব্যাপারে ওই দিন সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার সন্ধ্যায় ওই কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা তলব করামাত্র হাজির হবেন- এমন শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পান। এ সময় তিনি ওই টাকা তার জমি বিক্রির টাকা বলে দাবি করেন। তবে এর সমর্থনে তিনি কোনো প্রমাণ দিতে না পারায় পুলিশ ওই টাকা ও টাকা বহনকারী গাড়িটি জব্দ করে। আজ তদন্তকারী কর্মকর্তা জব্দ করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত টাকাগুলো ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে যাচাই করে সোমবার জেলার সরকারি কোষাগারে (ট্রেজারি) জমা দেওয়ার নির্দেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ জানান, টাকাগুলো এলজিইডির কর্মকর্তা জমি বিক্রির টাকা বলে দাবি করলেও এর সমর্থনে কোন কাগজপত্র জমা দিতে পারেননি। তাই টাকার বৈধতা নিরুপণের জন্য তিনি দুর্নীতি দমন কমিশনে আবেদন পাঠিয়েছেন। তারা তদন্ত করে টাকার উৎস সম্পর্কে প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ পৈত্রিক জমি বিক্রয়ের টাকা নিয়ে বিপাকে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ছাবিউল

সিংড়া আমলি আদালতের জিআরও নুরে আলম জানান, আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেছেন। তদন্তকারী কর্মকর্তা সোমবার জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করবেন। আজ সকালে গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম তার কাছে এসেছিলেন জব্দকৃত টাকা ফেরত নেওয়ার উপায় জানতে। তিনি তাকে বৈধ কাগজপত্রসহ আদালতে আবেদন করার পরামর্শ দিয়েছেন।