সুন্দরগঞ্জে অসদুপায় অবলম্বনে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ
- Update Time : ০৩:৩৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৫৬ Time View
শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডের ভিত্তি শক্ত করতে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তবে কিছু শিক্ষক আছেন দায়িত্বে অবহেলা এবং শিক্ষা ব্যবস্থাকে তলানিতে নিয়ে যাচ্ছেন। এমনই এক চিত্র দেখা গেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া লালচামার বাজার সংলগ্ন যোগীর ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে ব্লাকবোর্ডে উত্তর লিখে দিয়ে অসদুপায় অবলম্বন করে পরীক্ষা নিয়েছেন শিক্ষকগণ।
সোমবার ( ৯ ডিসেম্বর) সরেজমিনে উক্ত বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মুল্যায়ণ পরীক্ষা চলমান রয়েছে। তবে একই ক্লাসে একের অধিক শ্রেণির শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হচ্ছে। সেই সাথে শিক্ষকরা ব্লাকবোর্ডে উত্তর লিখে দিয়ে পরীক্ষার কার্যক্রম চালাচ্ছেন। বিষয়টি নিয়ে সচেতনমহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
সচেতনমহল বলছেন, এভাবে কি কোন পরীক্ষা গ্রহণ চলে? শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট এবং নৈতিকতার বদলে চুরিবিদ্যা শেখানো হচ্ছে। এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।
এ বিষয়টি নিয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন এর সাথে কথা হলে তিনি দায় এড়িয়ে যান। প্রতিষ্ঠানে তাঁর উপস্থিতিতে এমন কর্মকাণ্ড শিক্ষকগণ কেমনে করেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বোর্ডে উত্তর লিখে দেয়ার মতন যদি কোন ঘটনা ঘটে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
যোগীর ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসৎ উপায়ে পরীক্ষা নেয়ার বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। সেই সাথে কেন ওই প্রতিষ্ঠানে এমন টা হলো তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে।
স্থানীয়রা জানান, কোমলপ্রাণ শিশুদের জীবন নিয়ে খেলা কোনমতেই কাম্য নয়। একটি সরকারি প্রতিষ্ঠানে কীভাবে ব্লাকবোর্ডে উত্তর লিখে দিয়ে পরীক্ষা নেয়। যে শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ তাদেরকে কি শেখানো হচ্ছে! বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে!
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়