ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মুক্তি পেল বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নির্মিত সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয় ঢাবিতে শুরু হচ্ছে ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০২৩ ঢাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৯৯ শিক্ষার্থীকে শাস্তি ঢাবিতে যৌন হয়রানি মারধর ও গবেষণাপত্রে চুরির দায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা খালেদা জিয়ার কিছু হলে দায় বিএনপির শীর্ষ নেতাদের: হানিফ চবিতে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির চায় ডুজা লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ঢাবিতে শিক্ষা অনুদান পেলেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা

সুদানে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরু

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৯:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ৫৫ Time View

ভয়াবহ মানবিক সংকটে থাকা সুদানে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরু হয়েছে। এতে ত্রাণ সংস্থাগুলো যুদ্ধবিরতি চলাকালীন ত্রাণ সহায়তা দেওয়ার আশা করছে। তবে দেশটির বিবাদমান দু’পক্ষের কাছ থেকে নিরাপদে ত্রাণ সরিয়ে নেওয়ার গ্যারান্টি চায় তারা।

শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় নতুন করে শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। এতে দেশজুড়ে ভয়াবহ মানবিক সহায়তার প্রয়োজনের মুখে থাকা নাগরিকদের জন্য নিরাপদে ত্রাণ সরবরাহ করা সহজ হবে বলে প্রত্যাশা করছে মধ্যস্থতাকারীরা।

এদিকে আল-জাজিরা জানিয়েছে, এদিন ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরুর প্রথম কয়েক ঘন্টা রাজধানী খার্তুমের পরিস্থিতি তুলনামূলকভাবে শান্তি ছিল। দেশটির বিবাদমান দুপক্ষ সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার তীব্র সংঘর্ষ বন্ধ করার সবশেষ প্রচেষ্টা হিসেবে নতুন করে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে।

শনিবার রাজধানী খার্তুমের উপকণ্ঠের ওমদুরান থেকে আল-জাজিরার প্রতিনিধি মরগান বলেছেন, ‘কামানের কোনো গোলাগুলির শব্দ শুনতে পাইনি আমরা।’

Please Share This Post in Your Social Media

সুদানে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরু

Update Time : ০৯:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

ভয়াবহ মানবিক সংকটে থাকা সুদানে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরু হয়েছে। এতে ত্রাণ সংস্থাগুলো যুদ্ধবিরতি চলাকালীন ত্রাণ সহায়তা দেওয়ার আশা করছে। তবে দেশটির বিবাদমান দু’পক্ষের কাছ থেকে নিরাপদে ত্রাণ সরিয়ে নেওয়ার গ্যারান্টি চায় তারা।

শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় নতুন করে শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। এতে দেশজুড়ে ভয়াবহ মানবিক সহায়তার প্রয়োজনের মুখে থাকা নাগরিকদের জন্য নিরাপদে ত্রাণ সরবরাহ করা সহজ হবে বলে প্রত্যাশা করছে মধ্যস্থতাকারীরা।

এদিকে আল-জাজিরা জানিয়েছে, এদিন ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরুর প্রথম কয়েক ঘন্টা রাজধানী খার্তুমের পরিস্থিতি তুলনামূলকভাবে শান্তি ছিল। দেশটির বিবাদমান দুপক্ষ সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার তীব্র সংঘর্ষ বন্ধ করার সবশেষ প্রচেষ্টা হিসেবে নতুন করে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে।

শনিবার রাজধানী খার্তুমের উপকণ্ঠের ওমদুরান থেকে আল-জাজিরার প্রতিনিধি মরগান বলেছেন, ‘কামানের কোনো গোলাগুলির শব্দ শুনতে পাইনি আমরা।’