ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুদানে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরু

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৯:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ২২৫ Time View

ভয়াবহ মানবিক সংকটে থাকা সুদানে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরু হয়েছে। এতে ত্রাণ সংস্থাগুলো যুদ্ধবিরতি চলাকালীন ত্রাণ সহায়তা দেওয়ার আশা করছে। তবে দেশটির বিবাদমান দু’পক্ষের কাছ থেকে নিরাপদে ত্রাণ সরিয়ে নেওয়ার গ্যারান্টি চায় তারা।

শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় নতুন করে শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। এতে দেশজুড়ে ভয়াবহ মানবিক সহায়তার প্রয়োজনের মুখে থাকা নাগরিকদের জন্য নিরাপদে ত্রাণ সরবরাহ করা সহজ হবে বলে প্রত্যাশা করছে মধ্যস্থতাকারীরা।

এদিকে আল-জাজিরা জানিয়েছে, এদিন ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরুর প্রথম কয়েক ঘন্টা রাজধানী খার্তুমের পরিস্থিতি তুলনামূলকভাবে শান্তি ছিল। দেশটির বিবাদমান দুপক্ষ সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার তীব্র সংঘর্ষ বন্ধ করার সবশেষ প্রচেষ্টা হিসেবে নতুন করে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে।

শনিবার রাজধানী খার্তুমের উপকণ্ঠের ওমদুরান থেকে আল-জাজিরার প্রতিনিধি মরগান বলেছেন, ‘কামানের কোনো গোলাগুলির শব্দ শুনতে পাইনি আমরা।’

Please Share This Post in Your Social Media

সুদানে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরু

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৯:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

ভয়াবহ মানবিক সংকটে থাকা সুদানে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরু হয়েছে। এতে ত্রাণ সংস্থাগুলো যুদ্ধবিরতি চলাকালীন ত্রাণ সহায়তা দেওয়ার আশা করছে। তবে দেশটির বিবাদমান দু’পক্ষের কাছ থেকে নিরাপদে ত্রাণ সরিয়ে নেওয়ার গ্যারান্টি চায় তারা।

শনিবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় নতুন করে শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। এতে দেশজুড়ে ভয়াবহ মানবিক সহায়তার প্রয়োজনের মুখে থাকা নাগরিকদের জন্য নিরাপদে ত্রাণ সরবরাহ করা সহজ হবে বলে প্রত্যাশা করছে মধ্যস্থতাকারীরা।

এদিকে আল-জাজিরা জানিয়েছে, এদিন ২৪ ঘন্টার যুদ্ধবিরতি শুরুর প্রথম কয়েক ঘন্টা রাজধানী খার্তুমের পরিস্থিতি তুলনামূলকভাবে শান্তি ছিল। দেশটির বিবাদমান দুপক্ষ সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার তীব্র সংঘর্ষ বন্ধ করার সবশেষ প্রচেষ্টা হিসেবে নতুন করে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে।

শনিবার রাজধানী খার্তুমের উপকণ্ঠের ওমদুরান থেকে আল-জাজিরার প্রতিনিধি মরগান বলেছেন, ‘কামানের কোনো গোলাগুলির শব্দ শুনতে পাইনি আমরা।’