ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

সীতাকুণ্ডে আ’লীগ নেতার কমিউনিটি সেন্টারে আগুন

চট্টগ্রাম ব্যুরো
  • Update Time : ১২:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৬ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুটুমবাড়ি কনভেনশন সেন্টার নামে এক কমিউনিটি সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুনের উৎস সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিউনিটি সেন্টারটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন। তবে তিনি গত ৫ আগস্টের পর থেকে এলাকায় থাকেন না।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় ওই কমিউনিটি সেন্টারের ভেতরে থাকা বেশ কিছু চেয়ার পুড়ে যায়।

কমিউনিটি সেন্টারটির মালিক রেহান উদ্দিন বলেন, ৫ আগস্টের পর স্থানীয় কিছু ব্যক্তি তার কমিউনিটি সেন্টারটি দখলের চেষ্টা করেন। এ কারণে বেশ কিছুদিন কমিউনিটি সেন্টারটি বন্ধ রাখা হয়। গত জানুয়ারি মাসে সেটি খুলে দেওয়ার পর চার থেকে পাঁচটি অনুষ্ঠান হয়েছে।

রেহান উদ্দিন আরও বলেন, পরিকল্পিতভাবে তার কমিউনিটি সেন্টারে নাশকতা চালানো হয়েছে। দেওয়াল টপকে কিছু লোক ভেতরে ঢুকে কমিউনিটি সেন্টারটিতে আগুন লাগায়। এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু চেয়ার-টেবিল এবং ভবনের সিলিং পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। ঘটনাস্থলে আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

সীতাকুণ্ডে আ’লীগ নেতার কমিউনিটি সেন্টারে আগুন

চট্টগ্রাম ব্যুরো
Update Time : ১২:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুটুমবাড়ি কনভেনশন সেন্টার নামে এক কমিউনিটি সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুনের উৎস সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিউনিটি সেন্টারটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন। তবে তিনি গত ৫ আগস্টের পর থেকে এলাকায় থাকেন না।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় ওই কমিউনিটি সেন্টারের ভেতরে থাকা বেশ কিছু চেয়ার পুড়ে যায়।

কমিউনিটি সেন্টারটির মালিক রেহান উদ্দিন বলেন, ৫ আগস্টের পর স্থানীয় কিছু ব্যক্তি তার কমিউনিটি সেন্টারটি দখলের চেষ্টা করেন। এ কারণে বেশ কিছুদিন কমিউনিটি সেন্টারটি বন্ধ রাখা হয়। গত জানুয়ারি মাসে সেটি খুলে দেওয়ার পর চার থেকে পাঁচটি অনুষ্ঠান হয়েছে।

রেহান উদ্দিন আরও বলেন, পরিকল্পিতভাবে তার কমিউনিটি সেন্টারে নাশকতা চালানো হয়েছে। দেওয়াল টপকে কিছু লোক ভেতরে ঢুকে কমিউনিটি সেন্টারটিতে আগুন লাগায়। এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু চেয়ার-টেবিল এবং ভবনের সিলিং পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। ঘটনাস্থলে আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।