সিসি টিভির ফুটেজ দেখে চুরি মামলার মূল আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার
- Update Time : ০৮:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ২৫০ Time View
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সিসি টিভির ফুটেজ দেখে চুরি মামলার মূল আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।
গ্রেফতারকৃত আসামি মোঃ রাকিব (২২),পিতা-মোঃ রফিকুল ইসলাম ,মাতা-মোসাঃ রেজিয়া,গ্রাম- স্বল্পদোগিয়া, থানা-সদর, জেলা- নেত্রকোনা, বর্তমানে বানিয়াচালা (সরোয়ারের বাড়ীর ভাড়াটে), থানা- জয়দেবপুর, জেলা-গাজীপুর।
গত ২৬/০৮/২০২৩ তারিখ সকাল অনুমান ০৯.৪০ সময় মামলার বাদী তার বাসার দরজায় তালা লাগিয়ে মাওনা চৌরাস্তা তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজের উদ্দেশ্যে রওনা করেন। মামলার বাদী কাজ শেষ করে দুপুর অনুমান ১২.৪০ টার সময় তার ভাড়া বাসায় এসে দেখতে পায়,তার বাসার দরজার তালা ভাঙ্গা।
রুমের ভেতর প্রবেশ করে দেখতে পায়,তার রুমের ওয়ার্ড্রপ ও আলমারী খোলা। রুমের তালা খাটের উপরে পড়ে আছে এবং ওয়ার্ড্রপ থাকা ১৩,৭০০ টাকা ও ড্রয়িং রুমের পার্শের রুমে থাকা ব্যবসার জন্য আনা ১টি অ্যাশ রংয়ের, ১টি সাদা রংয়ের ও ১টি জাম রংয়েরসহ মোট ৩টি থ্রি পিছ যার মুল্য অনুমান ৩,৩০০ টাকা এবং দুইটি শাঁড়ী যার মূল্য অনুমান ২,০০০ টাকা ও ১টি বেডশীট যার মূল্য অনুমান ১,২০০ টাকা সহ সর্বমোট ২০,২০০ টাকার মালামাল অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।
পরবর্তীতে মামলার বাদী তার ভাড়া বাসার সিসি টিভি ফুটেজে গত ২৬/০৮/২০২৩ তারিখ সকাল ১১.০৯ টার সময় একজন লোককে বাসায় প্রবেশ করতে দেখেন এবং ১১.১৫ টার সময় একটি শপিং ব্যাগ নিয়ে বাসা থেকে চলে যেতে দেখেন।
এ সংক্রান্তে নাজমুন্নাহার শিরিন (৪২), স্বামী-আজাদ আল মামুন, গ্রাম-বশিকপুর, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর বর্তমানে বেড়াইদেরচালা (গড়গড়িয়া মাষ্টার বাড়ি লিচু বাগান), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর। বাদী হয়ে শ্রীপুর থানায় এজাহার দায়ের করলে সূত্রে মামলাটি রুজু হয়।মামলা রুজু হওয়ার পর পিবিআই গাজীপুর জেলা স্ব-প্রনোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করা হয়।
অতিরিক্ত আইজিপি পিবিআই জনাব বনজ কুমার মজুমদার,বিপিএম (বার),পিপিএম মহোদয়ের সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মাকছুদের রহমান (বিপিএম) এর সার্বিক সহযোগিতায় উপ-পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ বাবুল হোসেন মামলাটি তদন্ত করেন।
গ্রেফতারকৃত আসামি মোঃ রাকিব (২২)নেত্রকোনা জেলায় গ্রামের বাড়ি এলাকায় বিভিন্ন সময় চুরির ঘটনার সাথে জড়িত ছিল। এরপর সে গাজীপুর শ্রীপুরে এসে বাসা ভাড়া নিয়ে অটোরিক্সা চালাত পাশাপাশি বিভিন্ন বাসা বাড়িতে চুরি করত। অত্র মামলার ঘটনার দিন শ্রীপুর থানাধীন বেড়াইদেরচালা (গড়গড়িয়া মাষ্টার বাড়ি লিচু বাগান) এলাকায় বাদীনির ভাড়াকৃত বাসায় কৌশলে লোহার রড দিয়ে বাইরিয়ে তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে ওয়ার্ড্রপ এর ভেতর হতে নগদ ১৩,৭০০ টাকা সহ শাড়ী ও থ্রিপিছ চুরি করে নিয়ে যায়।
উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,গাজীপুর এলাকায় বসবাসকালীন সে আরো ১১টি বাড়িতে চুরি করেছে মর্মে স্বীকার করে। এ বিষয়ে পিবিআই এর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাকছুদের রহমান, বিপিএম বলেন ইহা একটি চুরির ঘটনা। অত্র মামলার ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পিবিআই গাজীপুরের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়