সিলেট শাবি’র হলে হলে আন্দোলকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার,ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা
- Update Time : ১০:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ১৩৭ Time View
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে তিনটার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিলেও তা মানেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।হল না ছাড়ার ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
বুধবার সকালে সিন্ডিকেট সভা করে দুপুর ৩ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয় শাবিপ্রবি কর্তৃপক্ষ।এই নির্দেশনার পরপরই কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা উল্টো বিশ্ববিদ্যালয়েরকোয়াটারে থাকে শিক্ষক ও কর্মকর্তাদের ৩ টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার অনুরোধ জানিয়ে বিবৃতি দেন।
বেলা ২ টায় পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবারের সংঘাতে নিহত শিক্ষার্থীদের স্মরণে শাবিপ্রবির ফটকের সামনে গায়েবানা জানাযা পড়েন। এরপর বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘হল কারো বাপের না, আমরা হল ছাড়বোনা’, ‘এই ক্যাম্পাস আমাদের, আমরা ক্যম্পাস ছাড়বো না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেথে দেবো না’ এরকম শ্লোগানদিতে থাকেন।