ব্রেকিং নিউজঃ
পেশাদার সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিলেন এসএমপির কমিশনার
সিলেট প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মো.মুহিবুর রহমান,সিলেট
- Update Time : ০২:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৪৩ Time View
সিলেট মেট্রাপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেছেন, ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে এসএমপি। এ ক্ষেত্রে পেশাদার ও মূল ধারার সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে যারা অপকর্ম করছে তারা দুর্বৃত্ত। এদেরকে চিহ্নিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (২২ জানুয়ারি ২০২৫) দুপুরে সিলেট প্রেসক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির। সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, আবদুল কাদের তাপাদার, আতাউর রহমান আতা, হুমায়ূন রশিদ চৌধুরী ও এম এ হান্নান, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও মো. আব্দুর রাজ্জাক, সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সদস্য কামকামুর রাজ্জাক রুনু, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কামাল উদ্দিন আহমেদ, মো. মুহিবুর রহমান, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ ও আবু সাঈদ মো. নোমান, সদস্য এম এ মতিন, এ কে কাওছার, সহযোগী সদস্য সেলিম আউয়াল ও হুমায়ূন কবির লিটন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সিলেট প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এদিকে, উদ্বোধনী দিন দাবা খেলা অনুষ্টিত হয়েছেন। বৃহস্পতিবার ডমিনোজ খেলা অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়