সিলেট কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন আসামি

- Update Time : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৮ Time View
সিলেট কেন্দ্রীয় কারাগারে এক হত্যা মামলার আসামি অসুস্থ হওয়ার পর কর্তৃপক্ষ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত আসামির নাম আব্দুল হামিদ (২৮)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।
মরহুমের জানাযা আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর গ্রামের বাড়ীতে অনুষ্টিত হয়। পরে নিজ গ্রামের কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুর বিষয়টি সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আব্দুল হামিদের বুকে সোমবার সকালে ব্যথা শুরু হলে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থান উন্নতি না হওয়ায় বেলা ২টার দিকে ওসমানী হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। কিন্তু পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
মো. সাখাওয়াত হোসেন জানান- আব্দুল হামিদ হত্যা ও চুরির মামলার আসামি হয়ে এক বছর ধরে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার মামলাটি বিচারাধীন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়