নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা
সিলেট আসতে পারেন তারেক রহমান
- Update Time : ০৬:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৬৬ Time View
আগামী বৃহস্পতিবার সিলেট সফরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এর মাধ্যমে দেশে ফিরে তার নির্বাচনী ও রাজনৈতিক পুনর্যাত্রা শুরু করবেন।বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার এ সফর ঘিরে আগ্রহ দেখা গেছে। এদিকে, তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। তাকে বরণ করতে নানা প্রস্তুতি নেয়া হচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো পুণ্যভূমি সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করে। কয়েক দশক ধরে এটি পরিচিত চিত্র। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও সবসময় সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন সবসময়। এবারও ব্যতিক্রম হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সিলেট থেকেই আনুষ্ঠানিক ভাবে প্রচার কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। অতীতেও দলটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম সিলেট কেন্দ্র করে শুরু হয়েছে।তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী এক সময় নৌবাহিনীর প্রধান ছিলেন এবং পরে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর ভাতিজা। ১৯৯৪ সালে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিবাহ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র আরও জানায়, এর আগে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রাকালে তারেক রহমানকে বহনকারী একটি উড়োজাহাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রাবিরতি করে। সেখানে স্বল্প সময় অবস্থানের পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ওই যাত্রায় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এ বিষয়ে দলীয় পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচির বিস্তারিত এখনো জানানো হয়নি। তবে নির্ধারিত সূচি অনুযায়ী সিলেট থেকেই তার রাজনৈতিক কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এ যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।





























































































































































































