ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
উখিয়ার সেই ১৩ শিক্ষার্থী পরীক্ষায় বসছেন! চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন কোম্পানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী ফুসফুস জনিত রোগে কুবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে বর্ণিল উৎসব রংপুরে বাংলা বর্ষবরণে বর্ণিল আনন্দ শোভাযাত্রা টঙ্গীতে আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫

সিলেটে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৬:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • / ২১৯ Time View

সিলেটে তীব্র গরমে মাথা ঘুরে পড়ে শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার শপিং সিটির সামনে এ ঘটনা ঘটেছে। প্রতক্ষদর্শীদের ধারণা ‘হিট স্ট্রোকে’ তাঁর মৃত্যু হয়েছে।

নিহত শফিকুল ইসলাম মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়া গ্রামের বাসিন্দা আবু আহমদের পুত্র । বর্তমানে তিনি নগরীর উপশহরে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। তবে শফিকুল ইসলামের মৃত্যু ‘হিট স্ট্রোকে’ হয়েছে কী না তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা একটার দিকে নগরীর জিন্দাবাজারে সিটি সেন্টার শপিং সিটির সামনে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন পথচারী শফিকুল ইসলাম (৩৫)। পরে প্রত্যক্ষদর্শীরা শফিকুলের স্বজনদের জানালে তাঁরা এসে তাঁকে নিকটস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনরা। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে কী না তা নিশ্চিত নয়। স্বজনরা সেসময় জানিয়েছিলেন ওই যুবক মাথা ঘুরে পড়ে গেছেন। যার কারণে নিশ্চিত করে বলা যাচ্ছে না কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে, গত দুইদিন থেকে সিলেটে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। এরই মধ্যে বৃহস্পতিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বিকেল চারটায় ৩৭ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের তাপমাত্রা বাড়ছে। সকাল নয়টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫০ডিগ্রী সেলসিয়াস। পরে দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৪০ ডিগ্রী সেলসিয়াসে। বিকেল চারটায় মৌসুমের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।

আবহাওয়াবিদ সজিব হোসেন আরও বলেন, চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহের মধ্যেও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী তিনদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে এ তিনদিনই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এর আগে বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

সিলেটে ‘হিট স্ট্রোকে’ একজনের মৃত্যু

মো.মুহিবুর রহমান, সিলেট
Update Time : ০৬:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

সিলেটে তীব্র গরমে মাথা ঘুরে পড়ে শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার শপিং সিটির সামনে এ ঘটনা ঘটেছে। প্রতক্ষদর্শীদের ধারণা ‘হিট স্ট্রোকে’ তাঁর মৃত্যু হয়েছে।

নিহত শফিকুল ইসলাম মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়া গ্রামের বাসিন্দা আবু আহমদের পুত্র । বর্তমানে তিনি নগরীর উপশহরে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। তবে শফিকুল ইসলামের মৃত্যু ‘হিট স্ট্রোকে’ হয়েছে কী না তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা একটার দিকে নগরীর জিন্দাবাজারে সিটি সেন্টার শপিং সিটির সামনে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন পথচারী শফিকুল ইসলাম (৩৫)। পরে প্রত্যক্ষদর্শীরা শফিকুলের স্বজনদের জানালে তাঁরা এসে তাঁকে নিকটস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনরা। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে কী না তা নিশ্চিত নয়। স্বজনরা সেসময় জানিয়েছিলেন ওই যুবক মাথা ঘুরে পড়ে গেছেন। যার কারণে নিশ্চিত করে বলা যাচ্ছে না কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে, গত দুইদিন থেকে সিলেটে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ। এরই মধ্যে বৃহস্পতিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বিকেল চারটায় ৩৭ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের তাপমাত্রা বাড়ছে। সকাল নয়টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫০ডিগ্রী সেলসিয়াস। পরে দুপুর ১২টায় তা বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৪০ ডিগ্রী সেলসিয়াসে। বিকেল চারটায় মৌসুমের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।

আবহাওয়াবিদ সজিব হোসেন আরও বলেন, চলমান মৃদু ও মাঝারি তাপপ্রবাহের মধ্যেও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী তিনদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে এ তিনদিনই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এর আগে বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।