ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

মো.মুহিবুর রহমান,সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৮:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ১৮৪ Time View

সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করা হযেছে। চরম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এক দিকে দেড়শ বছরের ঐতিহ্যবাহী নিদর্শন, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বহীন প্রস্তুতি, সব মিলিয়ে আয়োজনটি আন্তর্জাতিক মান তো দূরের কথা, শৃঙ্খলার ছিটেফোঁটাও দেখা যায়নি। সিলেটের চাঁদনীঘাটে আজ রোববার দুপুরে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার সময়ও ভেন্যুতে চলছিল রঙের কাজ, পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম এবং অন্যান্য প্রস্তুতি।

একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের আগ মুহূর্ত পর্যন্ত এই ধরনের অপরিকল্পিত অবস্থা দেখে হতবাক হন উপস্থিত সাংবাদিক ও দর্শনার্থীরা।সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানে ছিল না কোনো সুনির্দিষ্ট জায়গা, ফলে ছবি তোলা ও ভিডিও ধারণে দেখা যায় ব্যাপক বিশৃঙ্খলা। উপস্থিত সাংবাদিকরা জানান, ‘এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা, প্রোটোকল মানা হয়নি, এমনকি কোনো মিডিয়া কর্নারও ঠিকভাবে প্রস্তুত করা হয়নি।’ একজন স্থানীয় ক্রীড়া সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই জায়গাটি শুধু ট্রফি উন্মোচনের নয়, সিলেটের ঐতিহ্যের প্রতীক। অথচ সেই ঐতিহ্যের সামনে এই অব্যবস্থাপনা সিলেটবাসীর জন্য লজ্জা জনক।’ উল্লেখযোগ্য বিষয় হলো, একই স্থানে ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের নারী দলের টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছিল।

কিন্তু এবারের আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবহেলা স্পষ্ট। আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় ১৯ নভেম্বর থেকে। সিরিজের পরবর্তী টি-২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে।কিন্তু সিরিজ শুরুর আগেই এমন বিশৃঙ্খল আয়োজন ক্রিকেট বোর্ডের পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ক্রিকেটপ্রেমীরা বলছেন, ‘যেখানে প্রতিটি আয়োজন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে জড়িত, সেখানে এমন অব্যবস্থাপনা শুধু লজ্জার নয়, দেশের ক্রিকেট সংস্কৃতির ওপরও আঘাত।’ এর আগে ২০২৪ সালে এই ঐতিহাসিক নিদর্শনের সামনে টি২০ সিরিজের ট্রফি উন্মোচন করেছিল বাংলাদেশ ও ভারতের নারী দল। দুদলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর জেলার ঐতিহাসিক নিদর্শনের সামনে ট্রফি উন্মোচন করেন।

Please Share This Post in Your Social Media

সিলেটে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

মো.মুহিবুর রহমান,সিলেট প্রতিনিধি
Update Time : ০৮:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশ–আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করা হযেছে। চরম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এক দিকে দেড়শ বছরের ঐতিহ্যবাহী নিদর্শন, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বহীন প্রস্তুতি, সব মিলিয়ে আয়োজনটি আন্তর্জাতিক মান তো দূরের কথা, শৃঙ্খলার ছিটেফোঁটাও দেখা যায়নি। সিলেটের চাঁদনীঘাটে আজ রোববার দুপুরে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার সময়ও ভেন্যুতে চলছিল রঙের কাজ, পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম এবং অন্যান্য প্রস্তুতি।

একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের আগ মুহূর্ত পর্যন্ত এই ধরনের অপরিকল্পিত অবস্থা দেখে হতবাক হন উপস্থিত সাংবাদিক ও দর্শনার্থীরা।সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানে ছিল না কোনো সুনির্দিষ্ট জায়গা, ফলে ছবি তোলা ও ভিডিও ধারণে দেখা যায় ব্যাপক বিশৃঙ্খলা। উপস্থিত সাংবাদিকরা জানান, ‘এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা ছিল ঢিলেঢালা, প্রোটোকল মানা হয়নি, এমনকি কোনো মিডিয়া কর্নারও ঠিকভাবে প্রস্তুত করা হয়নি।’ একজন স্থানীয় ক্রীড়া সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই জায়গাটি শুধু ট্রফি উন্মোচনের নয়, সিলেটের ঐতিহ্যের প্রতীক। অথচ সেই ঐতিহ্যের সামনে এই অব্যবস্থাপনা সিলেটবাসীর জন্য লজ্জা জনক।’ উল্লেখযোগ্য বিষয় হলো, একই স্থানে ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের নারী দলের টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছিল।

কিন্তু এবারের আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবহেলা স্পষ্ট। আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় ১৯ নভেম্বর থেকে। সিরিজের পরবর্তী টি-২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রামে।কিন্তু সিরিজ শুরুর আগেই এমন বিশৃঙ্খল আয়োজন ক্রিকেট বোর্ডের পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ক্রিকেটপ্রেমীরা বলছেন, ‘যেখানে প্রতিটি আয়োজন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে জড়িত, সেখানে এমন অব্যবস্থাপনা শুধু লজ্জার নয়, দেশের ক্রিকেট সংস্কৃতির ওপরও আঘাত।’ এর আগে ২০২৪ সালে এই ঐতিহাসিক নিদর্শনের সামনে টি২০ সিরিজের ট্রফি উন্মোচন করেছিল বাংলাদেশ ও ভারতের নারী দল। দুদলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর জেলার ঐতিহাসিক নিদর্শনের সামনে ট্রফি উন্মোচন করেন।