সিলেটে ফারুক মাহমুদ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা ২৫ অক্টোবর

- Update Time : ১০:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৪২৯ Time View
সিলেটের নাগরিক আন্দোলনের নেতা ও সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীকে স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৫ অক্টোবর)। বিকেল ৪টায় সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এ অনুষ্ঠান হবে।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফারুক মাহমুদ চৌধুরী মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় নজরুল একাডেমিতে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায়।
সভায় অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যকে আহ্বায়ক ও আব্দুল করিম কিমকে সদস্য সচিব করে ছয় সদস্যের আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, ইরফানুজ্জামান চৌধুরী, শামসুল বাসিত শেরো, খায়রুল হাছান, আনোয়ার হোসেন সুমন, গোলাম সোবহান চৌধুরী, সিরাজ আহমদ, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, নাজিকুল ইসলাম রানা, সন্জয় কান্ত দাস, হরি ধন দাশ, আবুল মুঈদ চৌধুরী, আবির খান, মাশরুখ জলিল, আয়শা আক্তার, মেহেদি হাসান, শারমিন আক্তার, তসলিমা আক্তারসহ অনেকে।
বক্তারা বলেন, ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন সিলেটের নাগরিক আন্দোলনের নির্ভীক কণ্ঠস্বর ও ন্যায়বিচারের প্রতীক। তাঁর জীবন ও কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আয়োজক কমিটি ফারুক মাহমুদ চৌধুরীর বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সিলেটবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে।