সিলেটে দুর্বৃত্তের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স ও বাস
- Update Time : ০৫:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৪১ Time View
সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাও বাসস্ট্যান্ডের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার দিকে এসব অগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন তরুণ প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানান, রাত ৩টা ৫০ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, ‘শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে; তবে চাকাগুলো বেঁচে গেছে। আর কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান চৌধুরী জানান, ‘আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে।’।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































