ব্রেকিং নিউজঃ
সিলেটে টাস্কফোর্সের অভিযানে ৭০০ নৌকাসহ বালু-পাথর জব্দ

মো.মুহিবুর রহমান, সিলেট
- Update Time : ০৬:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ১১২ Time View
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
সোমবার (১৪ অক্টোবর) ভোর ৫টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গোয়াইনঘাটের ছৈলখাল এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র আহবানে এই অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
অভিযানে ৭০০টি কাঠের নৌকা, ৯ লক্ষ ৬৬ হাজার ঘনফুট বালু, ১০ হাজার ঘনফুট পাথর ও ২টি পাথর ভাঙ্গা মেশিন জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।
Tag :
অবৈধ পাথর উত্তোলন অবৈধ বালু উত্তোলন অভিযান জব্দ টাস্কফোর্স টাস্কফোর্সের অভিযান পাথর উত্তোলন বালু উত্তোলন যৌথ অভিযান সিলেট