সিলেটের মানিকপীর টিলায় যুবক খুন

- Update Time : ০৭:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / ২০৩ Time View
সিলেট মহানগরীতে দুই যুবকের মারামারিতে একজন খুন হয়েছেন। বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে নগরীর মানিকপির টিলায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবুল হাসান সাবিল (২৬)। তিনি জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের পুত্র। তিনি সিলেট মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে থাকতেন। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন সিলেট প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মানিকপির টিলা কবরস্থানের এক নিরাপত্তা কর্মী জানান, ‘উপর থেকে হঠাৎ এক বয়স্ক লোক তাদের জানান, উপরে একটি লাশ পড়ে আছে, পরে তারা অফিসের লোকদের জানান। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পান। আশপাশের লোকজন তাদের জানিয়েছেন দুই যুবকের মারামারিতে তার মৃত্যু হয়েছে। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, আবুল হাসান সাবিল পাঠাও উবারের কাজ করতো। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করছে। যত দ্রæত সম্ভব খুনি সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।