ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে কিশোরগঞ্জে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান পূর্ণবহালের প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে জাল ডলার বিক্রি চক্রের ৬ সদস্য আটক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ জামালপুরে করোনায় এক চিকিৎসক আক্রান্ত ভাঙা নয়,মূল নকশায় ফিরছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বিতর্কিত’ ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’ ভাড়া নিয়ে বিতন্ডায় প্রাণ গেলা অটোচালকের ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর গাইবান্ধায় প্রকাশ্যে স্টেশনমাস্টারকে মারধর যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

সিগারেট বাকি দিতে না চাওয়ায় দোকানিকে খুন

মুন্সীগঞ্জ সংবাদদাতা
  • Update Time : ১০:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / ১৪৬ Time View

নিহত মাহিম সরকার।

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে সিগারেট বাকি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তরুণ মারা গেছেন। এ ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক বর্তমানে কারাগারে রয়েছেন।

শুক্রবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর কাকরাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহিম সরকার (২০) বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের ছেলে। গ্রেপ্তার নাঈম সরকার (২৬) একই এলাকার মৃত রহমান শিকদারের ছেলে।

চরকেওয়ার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও নিহতের খালাতো ভাই রাকিব হোসেন রকি এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় গত বুধবার অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নাঈম সরকারকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই এ ঘটনায় সদর থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের বাবা সবুজ সরকার।

মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার (২৮ মে) রাত ৩টার দিকে নিজের মুদি দোকানের ভেতর ঘুমিয়ে ছিল মাহিম। এ সময় স্থানীয় নাঈম সরকার দুটি সিগারেট নিয়ে টাকা পরিশোধ না করে চলে যেতে চাইলে মাহিম বাধা দেয়। এ সময় মাহিমকে গালিগালাজ করে টাকা না দিয়ে চলে যায় নাঈম। একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে ফোন দিয়ে মাহিমকে আবারও গালিগালাজ করে এবং তার বাবাকে নিয়ে বাড়িতে যেতে বলে নাঈম। পরে বিকাল ৩টার দিকে বাবাকে সহকারে নাঈমের বাড়ি যাওয়ার পথে রাস্তায় চাকু নিয়ে হামলা করলে বুকে গুরুতর জখম হয় মাহিমের। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে নেওয়া হয় কাকরাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মাহিমের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল আলম বলেন, মাহিমকে ছুরিকাঘাতের পরদিনই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় দুজনকে আসামি করে সদর থানায় বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন নিহতের বাবা সবুজ সরকার। মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

সিগারেট বাকি দিতে না চাওয়ায় দোকানিকে খুন

মুন্সীগঞ্জ সংবাদদাতা
Update Time : ১০:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে সিগারেট বাকি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তরুণ মারা গেছেন। এ ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক বর্তমানে কারাগারে রয়েছেন।

শুক্রবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে রাজধানীর কাকরাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহিম সরকার (২০) বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের ছেলে। গ্রেপ্তার নাঈম সরকার (২৬) একই এলাকার মৃত রহমান শিকদারের ছেলে।

চরকেওয়ার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও নিহতের খালাতো ভাই রাকিব হোসেন রকি এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় গত বুধবার অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নাঈম সরকারকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই এ ঘটনায় সদর থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের বাবা সবুজ সরকার।

মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার (২৮ মে) রাত ৩টার দিকে নিজের মুদি দোকানের ভেতর ঘুমিয়ে ছিল মাহিম। এ সময় স্থানীয় নাঈম সরকার দুটি সিগারেট নিয়ে টাকা পরিশোধ না করে চলে যেতে চাইলে মাহিম বাধা দেয়। এ সময় মাহিমকে গালিগালাজ করে টাকা না দিয়ে চলে যায় নাঈম। একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে ফোন দিয়ে মাহিমকে আবারও গালিগালাজ করে এবং তার বাবাকে নিয়ে বাড়িতে যেতে বলে নাঈম। পরে বিকাল ৩টার দিকে বাবাকে সহকারে নাঈমের বাড়ি যাওয়ার পথে রাস্তায় চাকু নিয়ে হামলা করলে বুকে গুরুতর জখম হয় মাহিমের। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে নেওয়া হয় কাকরাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মাহিমের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল আলম বলেন, মাহিমকে ছুরিকাঘাতের পরদিনই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় দুজনকে আসামি করে সদর থানায় বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন নিহতের বাবা সবুজ সরকার। মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।