ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচীর হুমকি সাংবাদিকদের রায় ছিঁড়ে ক্ষমতার দাপট দেখানো সেই জেলা জজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে ঢাবিতে ধূমপানে জরিমানা, গাঁজা সেবনে বহিষ্কার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আওয়ামীলীগ – মঈন খান সালমান শাহ’র স্ত্রী সামিরার দেশত্যাগে নিষেধাজ্ঞা ঘুমের মধ্যে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা   ১ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিম ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ,আগুন

সালমান শাহ’র স্ত্রী সামিরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইন-আদালত ডেস্ক
  • Update Time : ০৫:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ২৪৫ Time View

চলচ্চিত্রের প্রয়াত তারকা সালমান শাহ’র ‘পরিকল্পিত হত্যা’ মামলায় তার স্ত্রী সামিরা হকসহ দুইজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ (২৭ অক্টোবর) ঢাকার একটি আদালত এ আদেশ দেন। অপর ব্যক্তি হলেন চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ওরফে ডন।

ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান রমনা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকারের দাখিল করা আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা গত ২২ অক্টোবর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

প্রায় ২৯ বছর পর, চলতি বছরের ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। তিনি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন: সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, এ সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

এর আগে, ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

সালমান শাহ’র স্ত্রী সামিরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইন-আদালত ডেস্ক
Update Time : ০৫:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

চলচ্চিত্রের প্রয়াত তারকা সালমান শাহ’র ‘পরিকল্পিত হত্যা’ মামলায় তার স্ত্রী সামিরা হকসহ দুইজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ (২৭ অক্টোবর) ঢাকার একটি আদালত এ আদেশ দেন। অপর ব্যক্তি হলেন চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ওরফে ডন।

ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান রমনা থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকারের দাখিল করা আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা গত ২২ অক্টোবর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

প্রায় ২৯ বছর পর, চলতি বছরের ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। তিনি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন: সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, এ সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

এর আগে, ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ওসিকে সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।