সালথায় মানবাধিকার কমিশনের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১৪২ Time View
জাকির হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মে) বিকাল ৪ টায় সালথা মানবাধিকার কমিশন এর আয়োজনে ফরিদপুর জেলা আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এই কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন সালথা উপজেলা শাখার সভাপতি এইচ,এম আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মানবাধিকার কমিশনের আঞ্চলিক সমন্বয়কারী ও নির্বাহী সভাপতি আহাম্মাদুল বারী (বাবুল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান ও অধ্যাপক শওকত আলী, সালথা মানবাধিকার কমিশনের নির্বাহী সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল বাশার, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ রাজিব হোসেন, দৈনিক আজকাল পত্রিকা ও বাংলানিউজ২৪.কম এর ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন-অর রশিদ, বিডি২৪লাইভ.কম এর জেলা প্রতিনিধি এহসানুল হকসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সালথা মানবাধিকার কমিশনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।