ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে আদালত থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা নয় বছর পর ফিরছে ‘ব্রিকলেন কারি ফ্যাস্টিভ্যাল’ ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির নৈশভোজ চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক করলেন অভিনেত্রী সায়ন্তনী যেদিন রাস্তায় নামব, বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬২০

সারাদেশ
  • Update Time : ০৪:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ১১০ Time View

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৬২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অভিযোগে আরও ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট এক হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি ওয়ান শুটারগান, দুটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের গুলি, একটি চাকু এবং একটি লোহার তৈরি দেশীয় পাইপগান।

এদিকে রামপুরা এলাকায় একজন ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুজুকৃত মামলার আসামিকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)। গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে ছিনিয়ে নেওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ জুলাই) রাতে দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকায় অভিযানা পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রামপুরা থানা সূত্রে জানা যায়, মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। তিনি নরসিংদী জেলায় তার চলমান প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। গত ২১ জুলাই, ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১:৩০ ঘটিকার দিকে তিনি বনশ্রী মেইন রোডস্থ আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তার ড্রাইভার এবং পাশে থাকা একজন অজ্ঞাতনামা যুবক তাকে ধরে গাড়িতে তুলে। ওই যুবকও গাড়িতে উঠে বসে। পরবর্তীতে রামপুরা থানাধীন বনশ্রী ব্লক-এ, রোড নং-০৫, বনশ্রী টাওয়ারে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছলে তিনি গাড়ি থেকে নেমে রিসিপশনে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেয়। এরপর আমিরুল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্সকৃত পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মো. আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটির তদন্ত চলাকালে রামপুরা থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে- ছিনতাই মামলার আসামি ইয়াসিন পাটোয়ারী দক্ষিণখান থানার পশ্চিমপাড়া, আশকোনা রোড নম্বর ০২-এর ৩৬ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভাড়া বাসার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বালিশের নিচ থেকে ছিনতাইকৃত পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬২০

সারাদেশ
Update Time : ০৪:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৬২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অভিযোগে আরও ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট এক হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি ওয়ান শুটারগান, দুটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের গুলি, একটি চাকু এবং একটি লোহার তৈরি দেশীয় পাইপগান।

এদিকে রামপুরা এলাকায় একজন ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুজুকৃত মামলার আসামিকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)। গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে ছিনিয়ে নেওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ জুলাই) রাতে দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকায় অভিযানা পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রামপুরা থানা সূত্রে জানা যায়, মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। তিনি নরসিংদী জেলায় তার চলমান প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। গত ২১ জুলাই, ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১:৩০ ঘটিকার দিকে তিনি বনশ্রী মেইন রোডস্থ আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তার ড্রাইভার এবং পাশে থাকা একজন অজ্ঞাতনামা যুবক তাকে ধরে গাড়িতে তুলে। ওই যুবকও গাড়িতে উঠে বসে। পরবর্তীতে রামপুরা থানাধীন বনশ্রী ব্লক-এ, রোড নং-০৫, বনশ্রী টাওয়ারে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছলে তিনি গাড়ি থেকে নেমে রিসিপশনে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেয়। এরপর আমিরুল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্সকৃত পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মো. আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটির তদন্ত চলাকালে রামপুরা থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে- ছিনতাই মামলার আসামি ইয়াসিন পাটোয়ারী দক্ষিণখান থানার পশ্চিমপাড়া, আশকোনা রোড নম্বর ০২-এর ৩৬ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভাড়া বাসার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বালিশের নিচ থেকে ছিনতাইকৃত পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।