সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা

- Update Time : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫২ Time View
মাদারীপুরে মেয়ে জামাইয়ের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবেক ইউপি সদস্যের পেটের ভুড়ি বের করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য মহাসিন আকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পেটের নাড়ি-ভুড়ি বের করার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর আগে গত মঙ্গলবার রাতে মহাসিন আকনের মেয়ে জামাই আবু সাইদ বেপারী এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার হুমায়ন মুন্সি ও শাহিন মুন্সির সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে দুই গ্রুপের নারী-পুরুষসহ ১০ জন আহত হয়। সংঘর্ষের ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাসেল আকন, আবু সাইদ বেপারীর ও স্ত্রী মারিয়া আকন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই ঘটনা রাজনীতিকভাবে সুবিধা নেয়ার জন্য, অন্যপক্ষকে হয়রানী করার অভিযোগ উঠলে সেই ঘটনায় সদর থানা ও আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এরপরেই গতকাল রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তোভুগী পরিবার।
এবিষয় আইনগত ব্যবস্থা গ্রহনের পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন, মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম সালাউদ্দিন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়