সাত বছর পর একসঙ্গে পর্দায় শাহরুখ-আলিয়া!

- Update Time : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ২২৬ Time View
দীর্ঘ সাত বছর পর একসঙ্গে পর্দায় দেখা মিললো বলিউড বাদশা শাহরুখ খান ও আলিয়া ভাটকে। তবে সেটি কোন সিনেমায় নয়, বরং একটি ‘ফেব্রিক ব্যান্ড’র (কাপড়ের) বিজ্ঞাপনে।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তাদের এই বিজ্ঞাপনের ভিডিওটি। যা দেখে অধিকাংশ নেটিজেনই হাসির ইমোজি দিয়েছেন। পাশাপাশি শাহরুখ-আলিয়ার রসায়নও নজর কেড়েছে তাদের।
বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, বাড়ির বসার ঘরে একদলগুন্ডাকে মেরে কাহিল করে দিচ্ছেন ‘পাঠান’ খ্যাত নায়ক। মারামারিতে শাহরুখকে শায়েস্তা করতে না পেরে ওই গুন্ডারা সোফার ওপরে উঠে লাফাতে থাকে। আর শাহরুখ হাত জোড় করে তাদের সোফা থেকে নামতে বলেন।
এ পর্যায়ে আলিয়া এসে শাহরুখকে জানান, তাদের সোফা যে কাপড় দিয়ে তৈরি তাতে কোনো কিছুতেই নষ্ট হওয়ার চিন্তা নেই, শাহরুখ যেন গুন্ডা-মাস্তানদের নিয়েই কেবল মাথা ঘামান। এর আগে ২০১৬ সালে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় একসঙ্গে দেখা যায় শাহরুখ-আলিয়াকে। তবে গৌরী শিন্ডে নির্মিত ওই সিনেমায় শাহরুখ খানের রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন এই নায়িকা।
এরপর কয়েক বার শাহরুখের সঙ্গে সিনেমায় নায়িকার চরিত্রে আলিয়ার কাজ করার কথা শোনা গেলেও এখন পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। আলিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। অন্যদিকে ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। এটি নির্মাণ করেছেন পরিচালক অ্যাটলি কুমার। সূত্র : হিন্দুস্তান টাইমস
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়