সাজাপ্রাপ্ত আসামির জামিন হওয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
- Update Time : ০১:২৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ৭৩ Time View
রংপুরে যুবক রোমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের জামিন বাতিলের দাবীতে এবং জীবনের নিরাপত্তার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (১ জুলাই) সকালে নগরীর সাহিত্য পরিষৎ হলরুমে নিহত রোমানের বোন শারমিন আক্তার সংবাদ সম্মেলনে জানান, মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ২০০৯ সালের ২২ জুলাই নগরীর পশ্চিম জুম্মাপাড়ায় রোমানকে কুপিয়ে হত্যা করা হয় । ওই ঘটনায় ২০২৩ সালের ৩০ অক্টোবর ৮ আসামীর যাবজ্জীবন কারাদন্ড সহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৬ ডিসেম্বর মামলার আসামী আশরাফুল, আমিনুল ওরফে বুদ্ধা ও আলামিন উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে রোমানের পরিবারকে হুমকি প্রদান করে।
পরবর্তীতে চলতি বছর ৩ জানুয়ারী ক্রিমিনাল মিস পিটিশনের আলোকে চেম্বার আদালতে ৩ জনের জামিন বাতিল হয়ে যায়। গত ১৬ জানুয়ারী সাজাপ্রাপ্ত আসামী পাকনা খোকন এবং ৩০ মে মোজাম্মেল হক উচ্চ আদালত থেকে জামিন নেন। এরপর থেকে তারা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে।
মৃত রোমানের বোন শারমিন আক্তার বলেন, মাদক ব্যবসায়ীরা আমার ভাইকে খুন করেছে। আমার বাবাও মৃত্যুবরণ করেছেন। আসামী ও তাদের পরিবারের সদস্যরা আমাদের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অভিভাবকহীন পরিবারে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি তাই নিরুপায় হয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। সাংবাদিকদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আসামীদের জামিন বাতিলের দাবী জানাই।
সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আরা বেগম, সাধারণ সম্পাদক রুমানা জামান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক রীতা সরকার, জেলা কমিটির সদস্য লায়লা আরজুমান বানু আন্দোলন সম্পাদক ফারজানা প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়